ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'শ্যাপিং ফিউচার দ্য টুগেদার : বিল্ডিং অ্যা সোসাইটি রুটেড ইন নর্মস, ভ্যালুজ অ্যান্ড এথিকস' শীর্ষক একটি অংশীদারিত্বমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নৈতিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণের লক্ষ্যে ২৩ ডিসেম্বর এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, এশিয়া অ্যাসোসিয়েশন অব এডুকেশন অ্যান্ড এক্সচেঞ্জ এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এই ক্যাম্পেইন আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনটি উদ্বোধন করেন। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে জাপানের টোকিও কেইজাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এশিয়া অ্যাসোসিয়েশন অব এডুকেশন অ্যান্ড এক্সচেঞ্জের প্রেসিডেন্ট মি. আকিনোরি সেইকি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মঈনুল ফয়সালসহ টোকিও কেইজি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।