রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ডুয়েটে কর্মশালা

  ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ডুয়েটে কর্মশালা
ডুয়েটে কর্মশালা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) 'ইউনিভার্সিটি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি (অ্যাক্ট, রুলস্‌ অ্যান্ড অর্ডিন্যান্স)' বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে রবিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রাজু আহমেদের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশনগুলো পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মো. শওকত ওসমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রাজু আহমেদ এবং পরিচালক (কম্পিউটার সেন্টার) ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) সেল'র চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে