রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

অলোক আচার্য, সহকারী শিক্ষক, পশ্চিম বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা
  ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রশ্ন: আমরা কত বছর বয়স হলে ভোট দেওয়ার অধিকার রাখি? নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের ৫টি দায়িত্ব ও কর্তব্য লেখ।

উত্তর: আমরা ১৮ বছর বয়স হলে ভোট দেওয়ার অধিকার রাখি। রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্যসমূহ:

১। রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ করা

২। রাষ্ট্রের প্রতি অনুগত থাকা

৩। আইন মেনে চলা

৪। নিয়মিত কর প্রদান করা

৫। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা

প্রশ্ন: গণতন্ত্র অর্থ কী? গণতান্ত্রিক আচরণ বলতে কী বোঝো? শ্রেণিকক্ষে কীভাবে গণতান্ত্রিক আচরণ করতে পারি তা তিনটি বাক্যে লেখ।

উত্তর: গণতন্ত্র অর্থ জনগণের শাসন। সবক্ষেত্রে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেওয়াকে গণতান্ত্রিক আচরণ বলে।

আমরা যেভাবে শ্রেণিতে গণতান্ত্রিক আচরণ করতে পারি-

১। শ্রেণিকক্ষ সাজানোর ব্যাপারে

২। ক্রীড়া প্রতিযোগীতা আয়োজিত হবে কীভাবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে

৩। দলনেতা নির্বাচন করার ক্ষেত্রে।

প্রশ্ন: বাড়িতে ও কর্মক্ষেত্রে কীভাবে গণতান্ত্রিক মনোভাব দেখানো যায় বর্ণনা করো।

উত্তর: বাড়িতে যেভাবে গণতান্ত্রিক মনোভাব দেখানো যেতে পারে-

১। আমরা কোন খাবার খাবো সে বিষয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারি

২। কোনো উৎসব বা অনুষ্ঠানে আমরা যা করবো সে বিষয়ে একত্রিত সিদ্ধান্ত

৩। কীভাবে ঘর সাজাবো কর্মক্ষেত্রে যেভাবে গণতান্ত্রিক মনোভাব দেখানো যেতে পারে-

১। সহকর্মীদের সাথে আলোচনা করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি

২। বার্ষিক পিকনিকের আয়োজনে স্থান নির্বাচনে সকলের মতামতের গুরুত্ব দেওয়া

প্রশ্ন: সাংসারেক কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্মের নাম? তাদের সমাজ ব্যবস্থা ও বাড়ি নিয়ে ৫টি বাক্য লেখ।

উত্তর: সাংসারেক গারোদের আদি ধর্মের নাম।

গারোদের সমাজ ব্যবস্থা ও বাড়ি নিয়ে ৫টি বাক্য-

১। গারো সমাজ মাতৃতান্ত্রিক

২। গারো সমাজে নারীরাই সম্পত্তির অধিকারী

৩। গারোরা মায়ের সূত্র ধরেই পরিচিত হয়

৪। গারোদের আদি বাড়ির নাম নকমান্দি যা নদীর তীরে গড়ে উঠতো

৫। বর্তমানে তারা টিন ও অন্যান্য উপকরণ দিয়ে বাড়ি তৈরি করে।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্ন: কোন কোন মোঘল আমলে বণিকগোষ্ঠী ভারতীয় উপমহাদেশে ব্যবসায় করতে আসে?

উত্তর: ভারতীয় উপমহাদেশে মোঘল আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন বণিকগোষ্ঠী ভারতীয় উপমহাদেশে ব্যবসায় করতে আসে।

প্রশ্ন: প্রথম কোন বণিকগোষ্ঠী এ উপমহাদেশে ব্যবসায় করতে আসে?

উত্তর: পর্তুগিজরা প্রথম এ উপমহাদেশে ব্যবসায় পরিচালনার জন্য আসে।

প্রশ্ন: কোন বণিকগোষ্ঠী শেষ পর্যন্ত ব্যবসায়িক প্রতিযোগীতায় টিকে থাকে?

উত্তর: ইংরেজরা শেষ পর্যন্ত ব্যবসায় পরিচালনায় টিকে থাকে।

প্রশ্ন: ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর: ১৬০০ সালে ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: ভারত ও ব্রিটেনের মধ্যে ব্যবসায় পরিচালনার সুবিধার জন্য ব্রিটিশ ইস্ট- ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রশ্ন: ইংরেজদের এ অঞ্চলের প্রতি আগ্রহ ছিল কেন?

উত্তর: বাংলার সম্পদের জন্য এ অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল।

প্রশ্ন: বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উত্তর: বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ-উদ-দৌলা।

প্রশ্ন: তিনি কত বছর বয়সে নবাব হন?

উত্তর: তিনি ১৭৫৬ সালে মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন।

প্রশ্ন: পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?

উত্তর: ১৭৫৭ সালের ২৩ জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল।

প্রশ্ন: পলাশির যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ কি ছিল?

উত্তর: সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতা এবং পরিবারের সদস্য ও কয়েকজন প্রভাবশালী বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্রের কারণে পলাশির যুদ্ধে নবাব পরাজিত হয়েছিলেন।

প্রশ্ন: যুদ্ধ শেষে নবাবের পরিণতি কি হয়?

উত্তর: পলাশির যুদ্ধে নবাব পরাজিত হলে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

প্রশ্ন: পলাশির যুদ্ধের ফলাফল কি ছিল?

উত্তর: পলাশির যুদ্ধের ফলে বাংলা তার স্বাধীনতা হারায় এবং ভারতীয় উপমহাদেশে প্রায় দুইশত বছর ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে