রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু
.

প্রশ্ন:বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? উত্তর: মোহাম্মদ উলস্নাহ। প্রশ্ন:কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? উত্তর: হামিদুর রহমান। প্রশ্ন: এঁবৎরষষধ ধিৎভধৎব গ্রন্থটি কার লেখা? উত্তরঃ চে গুয়েভারার। প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি? উত্তর: নারায়ণগঞ্জ। প্রশ্ন: সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটিকে? উত্তর: জাপান। প্রশ্ন: সাত পাহাড়ের দেশ বলা হয় কোনটিকে? উত্তর রোম। প্রশ্ন:'বিগ আপেল' কোন শহরের উপনাম? উত্তর: নিউইয়র্ক। প্রশ্ন: কোন শহরটিকে বাতাসের শহর বলা হয়? উত্তর: শিকাগো। প্রশ্ন:কাকে সবুজ গ্রহ বলা হয়? উত্তর: ইউরেনাস। প্রশ্ন:কোন দেশটিকে ইউরোপের শস্য ভান্ডার বলা হয়? উত্তর: ইউক্রেন। প্রশ্ন:স্বর্ণ নগরী বলা হয় কোন নগরটিকে? উত্তর: জোহানসবার্গ। প্রশ্ন:বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি? উত্তর:পুন্ড্র। প্রশ্ন:শ্যামদেশ বর্তমানে কি নামে পরিচিত? উত্তর: থাইল্যান্ড। প্রশ্ন:বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উত্তর: ১৩৬ তম। প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? উত্তর: প্রাকৃতিক গ্যাস। প্রশ্ন: বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর: সোনারগাঁওয়ে। প্রশ্ন: বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? উত্তর: সম্রাট আকবর। প্রশ্ন: বস্ন্যাক বেঙ্গল কি? উত্তর: কালো জাতের ছাগল। প্রশ্ন: মদিনা শরীফের পূর্ব নাম কি ছিল? উত্তর:ইয়াসরিব। প্রশ্ন: বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে? উত্তর: নিউইয়র্ক। প্রশ্ন: পদ্মা ও যমুনা নদী কোন স্থানে একসাথে মিলিত হয়েছে? উত্তর: দৌলতদিয়া। প্রশ্ন: পদ্মা ব্রিজ কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? উত্তর: মুন্সিগঞ্জ ও শরীয়তপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে