নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আসন ফাঁকা রেখেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী ২৬ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেন। নোবিপ্রবি রেজিস্ট্রার দপ্তরের তথ্য মতে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নোবিপ্রবিতে মোট আসন সংখ্যা ছিল ১ হাজার ৪৮৩টি। যেখানে সাধারণ ক্যাটাগরিতে ১ হাজার ৪১৭টি এবং কোটায় ছিল ৬৬টি আসন। সর্বশেষ গত ৮ ডিসেম্বর ৬ষ্ঠ ধাপে ভর্তি কার্যক্রমের মাধ্যমে মোট ১ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী ভর্তি হন। যেখানে সাধারণ ক্যাটাগরিতে ১ হাজার ৩৩৩ জন এবং কোটায় ৬৪ জন শিক্ষার্থী ভর্তি হন। সাধারণ ক্যাটাগরিতে ৮২ এবং কোটায় দুটিসহ মোট ৮৪টি আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম বন্ধ করেছে নোবিপ্রবি।