প্রশ্ন: আচিক কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা?
উত্তর: আচিক গারোদের মাতৃভাষা।
প্রশ্ন: উবস্নাই নাংথউ কাদের প্রধান দেবতার নাম?
উত্তর: উবস্নাই নাংথউ খাসিদের প্রধান দেবতার নাম।
প্রশ্ন: মনখেমে কাদের নিজস্ব ভাষার নাম?
উত্তর: মনখেমে খাসিদের নিজস্ব মাতৃভাষার নাম। তাদের লিখিত কোনো বর্ণমালা নেই।
প্রশ্ন: তোরাই ও ক্রামা নামে একটি ধর্মমত কোনা নৃ-গোষ্ঠীর?
উত্তর: তোরাই ও ক্রামা নামে ধর্মমত রয়েছে ম্রো জনগোষ্ঠীর।
প্রশ্ন: ওরাঁও জনগোষ্ঠী বাংলাদেশের কোন কোন অঞ্চলে বাস করে?
উত্তর: ওরাঁও জনগোষ্ঠীর বেশিরভাগ বাংলাদেশের রাজশাহী,রংপুর ও দিনাজপুর অঞ্চলে বাস করেন।
প্রশ্ন: পৃথিবীতে মোট কতগুলো দেশ রয়েছে?
উত্তর: পৃথিবীতে বাংলাদেশসহ মোট ১৯৫টি দেশ রয়েছে।
প্রশ্ন: জাতিসংঘ কেন গঠিত হয়েছিল?
উত্তর: সম্প্রীতি ও সহযোগিতার প্রয়োজন উপলদ্ধি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালের ২৪ শে অক্টোবর জাতিসংঘ গঠিত হয়েছিল।
প্রশ্ন: বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর: বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
প্রশ্ন: জাতিসংঘের প্রধান শাখা কয়টি ও কী কী?
উত্তর: জাতিসংঘের প্রধান শাখা ছয়টি। শাখাগুলো হলো- সাধারণ পরিষদ, সচিবালয়,অছি পরিষদ,আন্তর্জাতিক আদালত,অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং নিরাপত্তা পরিষদ।
প্রশ্ন: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশগুলোর নাম কী?
উত্তর: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য,রাশিয়া, ফ্রান্স ও গণচীন।
প্রশ্ন: জাতিসংঘ দিবস কত তারিখে পালিত হয়?
উত্তর: প্রতি বছর ২৪শে অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়।
প্রশ্ন: ইউনিসেফ এর পূর্ণ অর্থ কী?
উত্তর: ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমারজেন্সি ফান্ড (জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল)।
প্রশ্ন: ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর কাজ কী?
উত্তর: ইউনিসেফ এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। এর কাজ হলো- শিশুদের প্রাথমিক শিক্ষা,গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ করা,স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা,শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা দান ইত্যাদি।
প্রশ্ন: বিশ্বব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: বিশ্বব্যাংক এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
প্রশ্ন: ইউনেস্কো কী?
উত্তর: ইউনেস্কো হলো জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা।
প্রশ্ন: ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
প্রশ্ন: কেস কী?
উত্তর: কেস হলো বিশুদ্ধ বায়ু ও টেকসই পরিবেশ। এটি বাংলাদেশে বিশ্বব্যাংক দ্বারা পরিচালিত একটি প্রকল্পের নাম।
প্রশ্ন: সার্ক এর পূর্ণরূপ কী?
উত্তর: সার্ক এর পূর্ণরূপ দক্ষিণ এশীয় আঞ্চলিক
সহযোগিতা সংস্থা।
প্রশ্ন: এটি কয়টি দেশ নিয়ে কতসালে গঠিত হয়েছিল?
উত্তর: এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত সাতটি দেশ নিয়ে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়।
প্রশ্ন: সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
উত্তর: সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র হলো আফগানিস্তান।
প্রশ্ন: বাংলাদেশের তিনটি বৃহৎ ও তিনটি কুটির শিল্পের নাম লেখ।
উত্তর: তিনটি বৃহৎ শিল্প হলো-কাগজ,সার ও সিমেন্ট শিল্প এবং তিনটি কুটির শিল্প হলো বাঁশ ও বেত শিল্প,কাঁসা শিল্প ও মৃৎশিল্প।
প্রশ্ন: তোমার পাঠ্যবইয়ে চিহ্নিত কোন অঞ্চল অধিক ভূমিকম্পপ্রবণ এলাকা?
উত্তর: অধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলো হলো সুনামগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মৌলভিবাজার, শেরপুর ও হবিগঞ্জ।
প্রশ্ন: বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ কোন শিল্প থেকে আসে?
উত্তর: বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে পোশাক শিল্প থেকে। এই শিল্প থেকে প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়।
প্রশ্ন: কুটির শিল্প কাকে বলে?
উত্তর: যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়ি-ঘরে অল্প পরিমাণে তৈরি করা হয় তখন তাকে কুটির শিল্প বলে।
প্রশ্ন: বাংলাদেশের কোথায় কোথায় সার কারখানা রয়েছে?
উত্তর: বাংলাদেশের ফেঞ্চুগঞ্জ,ঘোড়াশাল, আশুগঞ্জ, চট্টগ্রাম, তারাকান্দি প্রভৃতি স্থানে সার কারখানা রয়েছে।
প্রশ্ন: আবহাওয়া কাকে বলে?
উত্তর: কোনা স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে।
প্রশ্ন: জলবায়ু কাকে বলে?
উত্তর: কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হলো জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা।
প্রশ্ন: জলবায়ু পরিবর্তন হলে কি ঘটে?
উত্তর: জলবায়ু পরিবর্তন হলে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বেড়ে যায়। ঝড়,জ্বলোচ্ছাস,বন্যা ইত্যাদির মাত্রা বেড়ে যায়।
প্রশ্ন: সিডর কতসালে হয়েছিল? এই ঘূণিঝড়ে কত মানুষ মারা যায়?
উত্তর: সিডর ২০০৭ সালে ঘটেছিল। সিডরে ৩৪৪৭ জনের প্রাণহানি ঘটেছিল।