সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

তৌফিক সুলতান, শিক্ষক ঘাগটিয়া চালা মডেল হাইস্কুল, কাপাসিয়া, গাজীপুর
  ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি
এসএসসি পরীক্ষার প্রস্তুতি

জীবের পরিবহণ

প্রশ্ন: উদ্ভিদে প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়?

উত্তর : সিভনল

প্রশ্ন: কাঠ দীর্ঘদিন পানির সংস্পর্শে থাকলে ফুলে ওঠার কারণ কী?

উত্তর : ইমবাইবিশন

প্রশ্ন: মূলরোম থেকে পানি কোথায় প্রবেশ করে?

উত্তর : মূলের কর্টেক্সে

প্রশ্ন: ফ্লোয়েমের কোন কোষে শীতকালে ক্যালোজ জমা হয়?

উত্তর : সিভনল

প্রশ্ন: প্রোটোপস্নাজমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কী থাকে?

উত্তর : পানি

প্রশ্ন: কোষপ্রাচীর ও প্রোটোপস্নাজম কলয়েডধর্মী হওয়ায় কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়?

উত্তর : ইমবাইবিশন

প্রশ্ন: ফ্লুইড অফ লাইম বলা হয় কাকে?

উত্তর : পানিকে

প্রশ্ন: অভিস্রবণ প্রক্রিয়া ঘটতে হলে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে কী দ্বারা পৃথক করতে হবে?

উত্তর : বৈষম্যভেদ্য পর্দা

প্রশ্ন: ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া?

উত্তর : জৈব প্রক্রিয়া

প্রশ্ন: পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে?

উত্তর : রক্ষীকোষ

প্রশ্ন: উদ্ভিদে গ্যাস বিনিময় ঘটে কীসের সাহায্যে?

উত্তর : ব্যাপন

প্রশ্ন: ব্যাপন কোন চাপের ফলে ঘটে?

উত্তর : ব্যাপন চাপ

প্রশ্ন: জীবদেহের ভৌত ভিত্তি কী?

উত্তর : প্রোটোপস্নাজম

প্রশ্ন: উদ্ভিদে প্রস্বেদনের শতকরা কতভাগ পত্ররন্ধ্রের

মাধ্যমে ঘটে?

উত্তর : ৯০%

প্রশ্ন: বীজে অঙ্কুরোদগমের সাফল্য নির্ভর করে কোন প্রক্রিয়ার ওপর?

উত্তর : অভিস্রবণ

প্রশ্ন: কোন প্রক্রিয়া পত্ররন্ধ্র বন্ধ ও খোলা হওয়া নিয়ন্ত্রণ করে?

উত্তর : প্রস্বেদন

প্রশ্ন: রক্তসংবহনতন্ত্রকে সাধারণত কয়ভাগে ভাগ করা যায়?

উত্তর : ২ ভাগে

প্রশ্ন: উদ্ভিদের অভ্যন্তরে এককোষ থেকে পানি অন্যকোষে চলাচল করে কোন প্রক্রিয়ায়?

উত্তর : অভিস্রবণ

প্রশ্ন: উদ্ভিদের পানি পরিশোষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কী?

উত্তর : অভিস্রবণ ও প্রস্বেদন

প্রশ্ন: রক্ত সংবহনতন্ত্র কাকে বলে?

উত্তর : যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে।

প্রশ্ন: রক্তরসে শতকরা প্রায় কত ভাগ পানি রয়েছে?

উত্তর : ৯০%

প্রশ্ন: মূলরোম থেকে পানি কর্টেক্সে প্রবেশ করে কোন পদ্ধতিতে?

উত্তর : কোষান্তর অভিস্রবণ

প্রশ্ন: কৈশিক পানি মাটি থেকে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় কোথায় প্রবেশ করে?

উত্তর : মূলরোমে

প্রশ্ন: একজন সুস্থ ব্যক্তি কত মাস অন্তর রক্ত দান করতে পারে?

উত্তর : চার মাস

প্রশ্ন: মূলরোম দিয়ে শোষিত পানি কোন প্রক্রিয়ায় জাইলেম ভেসেলে পৌঁছায়?

উত্তর : অভিস্রবণ

প্রশ্ন: ক্যালোজ কখন গলে যায়?

উত্তর : গ্রীষ্মকালে

প্রশ্ন: সুউচ্চ বৃক্ষের পাতায় পানি পৌঁছায় কীসের মাধ্যমে?

উত্তর : ভেসেল

প্রশ্ন: উদ্ভিদে শোষণ কয়টি উপায়ে হয়ে থাকে?

উত্তর : ১টি

প্রশ্ন: লবণ শোষণের বাহক তত্ত্ব কত সালে প্রবর্তিত হয়?

উত্তর : ১৯৩৭ সালে

প্রশ্ন: কোন উদ্ভিদ অতিরিক্ত খাদ্য পাতায় সঞ্চিত রাখে?

উত্তর : ঘৃতকুমারী

প্রশ্ন: মানব দেহে কয় ধরনের এন্টিজেন রয়েছে?

উত্তর : ২ ধরনের

প্রশ্ন: লবণ শোষণের বাহক তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : ঠধহ ফবৎ ঐড়হবৎঃ

প্রশ্ন: গধংড়হ ধহফ গধংশবষষ কত সালে তুলা গাছের কান্ড ফ্লোয়েম পরীক্ষা করেন?

উত্তর : ১৯২৮ সালে

প্রশ্ন: ঘৃতকুমারীর কোন অঙ্গে খাদ্য জমা থাকে?

উত্তর : পাতায়

প্রশ্ন: কোষ রস পরিবহণকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : ২ ভাগে

প্রশ্ন: স্যাফ্রোনিনের রং কী?

উত্তর : লাল

প্রশ্ন: হৃৎপিন্ড আবৃতকারী পর্দার নাম কী?

উত্তর : পেরিকার্ডিয়াম

প্রশ্ন: কী রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায়?

উত্তর : প্রস্বেদন

প্রশ্ন: উদ্ভিদ প্রধানত অভিকর্ষীয় পানি কী দ্বারা শোষণ করে?

উত্তর : মূল

প্রশ্ন: প্রস্বেদনকে 'প্রয়োজনীয় ক্ষতি' নামে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী?

উত্তর : কার্টিস

প্রশ্ন: ডান নিলয় থেকে কোন নাড়ি বের হয়?

উত্তর : ফুসফুসীয় ধমনি

প্রশ্ন: উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে, কান্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়?

উত্তর : লেন্টিসেল

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে