ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো একটি 'অ্যাপস্নাইড ডেমোক্রেসি ল্যাব' প্রতিষ্ঠা করা হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাব উদ্বোধন করেন। যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডি এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর সহযোগিতায় এ ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিসেস রাশেদা ইরশাদ নাসির, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. টানিয়েল বেদিয়া টাইশি ও ইউএসএআইডি বাংলাদেশ-এর মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 'অ্যাপস্নাইড ডেমোক্রেসি ল্যাব'- এর পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আইএফইএস-এর কান্ট্রি ডিরেক্টর ড. টানিয়েল বেদিয়া টাইশি সর্বত্র গণতন্ত্র চর্চায় অবদান রাখার জন্য বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।