সুভা
১. 'কপোল' শব্দটির অর্থ কী?
ক. মাথা খ. কপাল
গ. গাল ঘ. হাত
উত্তর: গ. গাল
২. সুভার পিতার নাম কী?
ক. নীলকণ্ঠ খ. বংশীকণ্ঠ
গ. বাণীকণ্ঠ ঘ. গোঁসাই মন্ডল
উত্তর:খ. বংশীকণ্ঠ
৩. পিতামাতার মনে সে সর্বদাই জাগরূক ছিল- কে?
ক. প্রতাপ খ. বাণীকণ্ঠ
গ. সুকেশি ঘ. সুভা
উত্তর: ঘ. সুভা
৪. বাণীকণ্ঠ দুইবেলাই কী খেত?
ক. মাছভাত খ. ডালভাত
গ. শাকভাত ঘ. গোশতভাত
উত্তর: ক. মাছভাত
৫. সুভার চোখের ভাষা কেমন?
ক. শান্ত খ. বিষাদ
গ. অসীম উদার ঘ. বিস্তৃত
উত্তর: ক. শান্ত
৬. সুভার সঙ্গীদের মধ্যে ভাষাবিশিষ্ট জীব কে?
ক. প্রতাপ খ. বাণীকণ্ঠ
গ. সুকেশি ঘ. সুভা
উত্তর: ক. প্রতাপ
৭. সুভা রাতে ঘর থেকে বের হয়ে নদীতটে লুটিয়ে পড়ে কখন?
ক. তৃতীয়া চতুর্দশীতে খ. শুক্লাদ্বাদশীর রাত্রিতে
গ. অমবস্যার রাত্রিতে ঘ. সাধারণ রাত্রিতে
উত্তর: খ. শুক্লাদ্বাদশীর রাত্রিতে
৮. সুভা রাতে ঘর থেকে বের হয়ে কোথায় লুটিয়ে পড়ে?
ক. রাস্তায় খ. বাগানে
গ. নদীতটে ঘ. পুকুরপাড়ে
উত্তর: গ. নদীতটে
৯. প্রতাপের প্রধান শখ কী?
ক. খেলাধুলা করা খ. ছিপ ফেলে মাছ ধরা
গ. ঘুরে বেড়ানো ঘ. গল্প করা
উত্তর: খ. ছিপ ফেলে মাছ ধরা
১০. সুভা কোন ধরনের প্রতিবন্ধী ছিল?
ক. বাক খ. বুদ্ধি
গ. দৃষ্টি ঘ. শ্রম্নতি
উত্তর: ক. বাক
১১. কে সুভার মর্যাদা বুঝতে পারত?
ক. সুভার পিতা-মাতা খ. সুভার বন্ধু প্রতাপ
গ. সুভার বোনেরা ঘ. প্রতাপ
উত্তর: ঘ. প্রতাপ
১২. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৫১ খ. ১৮৬১
গ. ১৮৭১ ঘ. ১৮৮১
উত্তর: খ. ১৮৬১
১৩. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬১ খ. ১৮৬২
গ. ১৮৬৮ ঘ. ১৮৭২
উত্তর: গ. ১৮৬৮
১৪. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
ক. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর খ. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর ঘ. সুরেন্দ্রনাথ ঠাকুর
উত্তর: খ. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
১৫. রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?
ক. ক্ষণিকা খ. মানসী
গ. সোনার তরী ঘ. গীতাঞ্জলি
উত্তর: ঘ. গীতাঞ্জলি
১৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃতু্যবরণ করেন?
ক. ১৯৪১ খ্রিষ্টাব্দে খ. ১৯৩৮ খ্রিষ্টাব্দে
গ. ১৯৪০ খ্রিষ্টাব্দে ঘ. ১৯৪২ খ্রিষ্টাব্দে
উত্তর: ক. ১৯৪১ খ্রিষ্টাব্দে
১৭. সুভাষিণীর নাম কে রাখেন?
ক. সুভাষিণীর মা খ. সুভাষিণীর বাবা
গ. সুভাষিণীর ভাই ঘ. সুভাষিণীর মামা
উত্তর: খ. সুভাষিণীর বাবা
১৮. 'সুভাষিণী' অর্থ কী?
ক. মধুরভাষী খ. সুন্দর মুখ
গ. উজ্জ্বল ঘ. সুন্দর কথা
উত্তর: ক. মধুরভাষী
১৯. সুভাষিণীকে সকলে কী নামে সংক্ষেপে ডাকে?
ক. সুভাষী খ. ভষিণ
গ. সুভা ঘ. সুণী
উত্তর: গ. সুভা
২০. সুকেশিনী ও সুহাসিনীর সাথে সুভাষিণীর সম্পর্ক কী?
ক. বোন খ. বান্ধবী
গ. খালাতো বোন ঘ. চাচাতো বোন
উত্তর: ক. বোন
২১. দস্তুুরমতো অনুসন্ধান ও অর্থব্যয়ে কার বিয়ে হয়ে গেছে?
ক. সুভার খ. সুভার বোনদের
গ. সুভার বান্ধবীর ঘ. প্রতাপের
উত্তর: খ. সুভার বোনদের
২২.'তখন কে জানিত সে বোবা হইবে?' এখানে কার কথা বলা হয়েছে?
ক. সুভাষিণীর খ. সুকেশিনীর
গ. সুহাসিনীর ঘ. সুনয়নার
উত্তর: ক. সুভাষিণীর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়