সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০২ মার্চ ২০২৫, ০০:০০
জানার আছে অনেক কিছু
জানার আছে অনেক কিছু

প্রশ্ন:বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে?

উত্তর:মাহমুদা হক চৌধুরী।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা সচিব কে?

উত্তর:জাকিয়া আখতার।

প্রশ্ন:বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত কে?

উত্তর:শরসিন্দু শেখর চাকমা।

প্রশ্ন:দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে- কার লেখা?

উত্তর:ড. মুহম্মদ ইউনূসের আত্নজীবনীমূলক গ্রন্থ।

প্রশ্ন:বিশ্বব্যাংকের ঢাকাস্থ কার্যালয়ের নাম কি?

উত্তর:ওয়ার্ল্ড ফিল্ড আফিস।

প্রশ্ন:কালরাত্রি কোন শিল্পীর আলোক চিত্র?

উত্তর: অশোক কর্মকার।

প্রশ্ন:শামসুর রহমানকে কবিশ্রেষ্ঠ উপাধি দেন কে?

উত্তর:রাইটার্স ক্লাব।

প্রশ্ন:ডেঙ্গু জ্বরের ভাইরাস বহন করে কোন মশা?

উত্তর:এডিস ইজিপটি নামক এক ধরনের ভাইরাস বহনকারী মশা।

প্রশ্ন:রূপজালাল আত্নজীবনীমুলক গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:নওয়াব ফয়জুন্নেসা।

প্রশ্ন:কত বছরের অধিক বয়স্ক ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা যাবে না?

উত্তর:৭২ বছর।

প্রশ্ন:বাংলাদেশের প্রথম টেষ্ট টিউব বেবির জন্ম হয় কবে?

উত্তর:২৯ মে ২০০১ (ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ৩টি কন্যা সন্তান)।

প্রশ্ন:বাংলাদেশে টেষ্ট টিউব বেবির রূপকার কে?

উত্তর:ডাঃ পারভীন ফাতেমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে