সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
  ০৩ মার্চ ২০২৫, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি
.

কাকতাড়ুয়া ১২৯.'লোহার টুপি মানুষের মগজ খায়'- কথাটির মাধ্যমে বুধা মিলিটারিদের কোন দিকটিকে বুঝিয়েছে? ক. বুদ্ধিহীনতা খ. স্মৃতিভ্রষ্টতা গ. বিবেকহীনতা ঘ. নির্মমতা উত্তর:গ. বিবেকহীনতা ১৩০. মিলিটারিরা কখন বুধার বাঁধন খুলে দেয়? ক. সকালবেলা খ. দুপুরবেলা গ. সন্ধ্যাবেলা ঘ. ভোরবেলা উত্তর:গ. সন্ধ্যাবেলা ১৩১. তিন রাজাকারের কাছে বুধাকে কিসের মতো লাগে? ক. পাগলের মতো খ. ভূতের মতো গ. মুরুব্বির মতো ঘ. আহাম্মকের মতো উত্তর:খ. ভূতের মতো ১৩২. বুধা নিজের জ্বরকে কী বলেছে? ক. কুমিরের জ্বর খ. বাঘের জ্বর গ. ভালস্নুকের জ্বর ঘ. মাছের জ্বর উত্তর:গ. ভালস্নুকের জ্বর ১৩৩. পাক মিলিটারি ক্যাম্পে বাঙ্কার খোঁড়ার সিদ্ধান্ত নেয় কেন? ক. মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণ ঠেকাতে খ. গোলবারুদ লুকিয়ে রাখতে গ. খাবার ও পানির মজুদ রাখতে ঘ. শীতের প্রকোপ থেকে বাঁচতে উত্তর:ক. মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণ ঠেকাতে ১৩৪. মিঠুদের বাড়ি গিয়ে বুধা কী চায়? ক. কেরোসিন খ. খাবার গ. আগুন ঘ. জামা উত্তর:খ. খাবার ১৩৫. মিঠুর মা বুধাকে রোজ ভাত খেয়ে যেতে বলে কেন? ক. ঘরের কাজ করিয়ে নিতে খ. অতিরিক্ত ভাত থেকে যায় বলে গ. বুধা যুদ্ধ করছে বলে ঘ. মৃত ছেলের কষ্ট ভুলতে উত্তর:ঘ. মৃত ছেলের কষ্ট ভুলতে ১৩৬. মিঠুর মা বুধাকে সানকিভরা ভাতের সাথে কোন মাছের তরকারি দেয়? ক. বোয়াল মাছের খ. ইলিশ মাছের গ. টেংরা মাছের ঘ. পুঁটি মাছের উত্তর:গ. টেংরা মাছের ১৩৭. মিঠুদের বাড়ি থেকে ফেরার পথে বুধার কার সাথে দেখা হয়? ক. ফুলকলির সাথে খ. কুন্তির সাথে গ. চাচির সাথে ঘ. আহাদ মুন্সির সাথে উত্তর:খ. কুন্তির সাথে ১৩৮. কে বুধার সাথে যুদ্ধ করতে চায়? ক. ফুলকলি খ. কুন্তি গ. মধু ঘ. মতিউর উত্তর:খ. কুন্তি ১৩৯. কুন্তি বুধার বাবা-মায়ের কবরের যত্ন নেয় কেন? ক. বুধা খুশি হবে বলে খ. মা আদেশ করেছেন বলে গ. তাঁরা যুদ্ধে শহিদ হয়েছেন বলে ঘ. বুধা বলেছিল বলে উত্তর:ক. বুধা খুশি হবে বলে ১৪০. কুন্তির মতে কিসের কথা ভাবলে যুদ্ধ করা যায় না? ক. দেশের কথা খ. মরণের কথা গ. পরিবারের কথা ঘ. ক্ষুধার কথা উত্তর:খ. মরণের কথা ১৪১. ফজু কাকা বুধাকে মাটি কাটার দলে নিতে চায় না কেন? ক. বুধা মুক্তিবাহিনীর পক্ষে বলে খ. বুধার শরীরে শক্তি কম বিবেচনায় গ. বুধার অভিজ্ঞতা নেই বলে ঘ. বুধা মিলিটারিদের সাথে ভাব করেছে বলে উত্তর:খ. বুধার শরীরে শক্তি কম বিবেচনায় ১৪২. বাঙ্কার কাটার কাজ তদারক করে কে? ক. আহাদ মুন্সি খ. মতিউর গ. কুদ্দুস ঘ. ফজু মিয়া উত্তর:খ. মতিউর ১৪৩. বুধা ফজু মিয়ার কাছে বাঙ্কার দেখে আসার অনুমতি চায় কেন? ক. জীবনে আর দেখার সুযোগ পাবে না বলে খ. মাইন পুঁতে রেখে আসতে গ. বাঙ্কারে নিজের নাম লিখে আসতে ঘ. বাঙ্কারে লুকিয়ে থাকতে উত্তর:খ. মাইন পুঁতে রেখে আসতে ১৪৪. ফজু মিয়ার মতে বাঙ্কার মিলিটারিদের জন্য কী হবে? ক. বিছানা খ. ঘর গ. কবর ঘ. শহর উত্তর:গ. কবর ১৪৫. বুধা কাকে সালাম করে ভোঁ দৌড় দেয়? ক. ফজু মিয়াকে খ. চাচিকে গ. আহাদ মুন্সিকে ঘ. মধুর মাকে উত্তর:ক. ফজু মিয়াকে ১৪৬. শাহাবুদ্দিন ও বুধা কী খায়? ক. দই-চিড়ে খ. রুটি-কলা গ. গুড়-মুড়ি ঘ. ডাল-ভাত উত্তর:গ. গুড়-মুড়ি ১৪৭. উপন্যাসের মধ্যে ঔপন্যাসিকের জীবনানুভূতির প্রকাশ পাওয়ার কারণ- র. জীবনের ঘটনার আলোকে উপন্যাস রচনা করেন বলে রর. উপন্যাসে লেখকরা নিজের ভাবনাকে মিশিয়ে দেন বলে ররর. উপন্যাসে ঘটনার বর্ণনা থাকে বলে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ক. র ও রর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে