৭৪.নাগরিকের সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা করা কার দায়িত্ব?
ক) রাষ্ট্রের খ) পরিবারের
গ) সমাজের ঘ) গোত্রের
উত্তর:ক) রাষ্ট্রের
৭৫. সামাজিক নীতি প্রণয়নের জন্য অনুসরণ করা হয়-
র) একমুখী প্রক্রিয়া
রর) বহুমুখী প্রক্রিয়া
ররর) ধারাবাহিক প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর:গ) রর ও ররর
৭৬. উন্নয়নের পূর্বশর্ত হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
ক) দারিদ্র্য নিরসন করা
খ) নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা
গ) জাতীয় বাজেট প্রণয়ন করা
ঘ) সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা
উত্তর:ঘ) সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা
৭৭. সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা কিভাবে সম্ভব?
ক) ব্যক্তিগত নীতি প্রণয়নের মাধ্যমে
খ) সামাজিক নীতি প্রণয়নের মাধ্যমে
গ) দলীয় নীতি প্রণয়নের মাধ্যমে
ঘ) বৈদেশিক নীতি প্রণয়নের মাধ্যমে
উত্তর:খ) সামাজিক নীতি প্রণয়নের মাধ্যমে
৭৮. সমাজের কারা নানারকম প্রতিবন্ধকতার শিকার হয়?
ক) অসুবিধাগ্রস্তরা খ) শিশুরা
গ) নারীরা ঘ) প্রবীণরা
উত্তর:ক) অসুবিধাগ্রস্তরা
৭৯. সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
ক) সামাজিক পরিকল্পনা
খ) সামাজিক কার্যক্রম
গ) সামাজিক নীতি
ঘ) সামাজিক গতিশীলতা
উত্তর:গ) সামাজিক নীতি
৮০. সামাজিক সমস্যা মোকাবেলায় কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন?
ক) সামাজিক পরিকল্পনা
খ) সামাজিক নীতি
গ) স্বাস্থ্যনীতি
ঘ) রাষ্ট্রনীতি
উত্তর:খ) সামাজিক নীতি
৮১. সামাজিক নীতির পূর্বশর্ত হলো-
র) অনাকাঙ্খিত সমাজ ব্যবস্থা
রর)শৃংখল সমাজ ব্যবস্থা
ররর) স্থিতিশীল সমাজ ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর:গ) রর ও ররর
৮২. উন্নয়নের পথে প্রতিবন্ধক হলো-
র) সম্পদের সীমাবদ্ধতা
রর) সম্পদের অপব্যবহার
ররর) জনসংখ্যা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর:ক) র ও রর
নিচের উদ্দীপকটি পড় ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাও।
সরকার পরিবার পরিকল্পনা মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যার সহ প্রজনন স্বাস্থ্যের ও জনগণের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে ২০০৪ সালে একটি নীতি প্রণয়ন করে। যার ফলে মা ও শিশুদেও অপুষ্টি হ্রাস এবং ০১ থেকে ০৫ বছরের কম বয়সী শিশুর মৃতু্য হার কমানো সম্ভব হয়েছে।
৮৩. উদ্দীপকে কোন নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
ক) জাতীয় শিশু নীতি
খ) জাতীয় শিক্ষানীতি
গ) জাতীয় জনসংখ্যা নীতি
ঘ) জাতীয় নারী উন্নয়ন নীতি
উত্তর:গ) জাতীয় জনসংখ্যা নীতি
৮৪. উদ্দীপকে উলিস্নখিত ক্ষেত্রে সফলতা লাভের জন্য সরকারের গৃহীত কর্মকৌশল-
র) মহিলা ও শিশুদের টিকাদান কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার
রর) সব সেবাকেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করা
ররর) প্রশিক্ষিত কর্মীরা সক্ষম দরিদ্র জনগোষ্ঠীর বাড়ি গিয়ে সেবাদান অব্যাহত রাখা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর:ঘ) র, রর ও ররর
৮৫. কোন ধরনের সাহায্য সামাজিক নীতি বাস্তবায়নে সাহায্য করে?
ক) ব্যক্তিগত সাহায্য
খ) দলীয় সাহায্য
গ) আন্তর্জাতিক সাহায্য
ঘ) স্থানীয় সাহায্য
উত্তর:গ) আন্তর্জাতিক সাহায্য
৮৬. সামাজিক নীতি বাস্তবায়নের বড় বাধা হিসেবে তুমি নিচের কোনটিকে চিহ্নিত করবে?
ক) নিরক্ষরতা খ) বেকারত্ব
গ) বিশৃঙ্খলা ঘ) দুর্নীতি
উত্তর:ঘ) দুর্নীতি
৮৭. মাসুদ সাহেব একজন সমাজকর্মী। মাসুদ সাহেবকে সামাজিক উন্নয়নের জন্য কি হিসেবে কাজ করতে হয়?
ক) ঈযধহমব গধশবৎ
খ) ঈযধহমব খধনড়ঁৎ
গ) ঈযধহমব অমবহঃ
ঘ) ঈযধহমব ডড়ৎশবৎ
উত্তর:গ) ঈযধহমব অমবহঃ
৮৮. সামাজিক নীতি চূড়ান্তভাবে প্রণয়নের পূর্বে কী প্রস্তুত করা হয়?
ক) পরিকল্পনা খ) আইন
গ) খসড়া ঘ) কমিটি
উত্তর:গ) খসড়া
৮৯. সামাজিক নীতি কিসের উপর ভিত্তি করে প্রণীত হয়?
ক) ব্যক্তির চাহিদার উপর
খ) জনগণের চাহিদার উপর
গ) দলে চাহিদার উপর
ঘ) সমাজকর্মী চাহিদার উপর
উত্তর:খ) জনগণের চাহিদার উপর
৯০. নীতি প্রণয়নে কিসের প্রয়োজন হয়?
ক) সামাজিক পরিকল্পনার
খ) বিভিন্ন তথ্য সংগ্রহের
গ) অদক্ষ শ্রমিকের
ঘ) সামাজিক কার্যক্রম এর
উত্তর:খ) বিভিন্ন তথ্য সংগ্রহের
৯১. কোনটি ব্যতিরেকে নীতি প্রণয়ন সম্ভব নয়?
ক) সমাজকর্মী খ) তথ্য
গ) ব্যক্তি ঘ) আইন
উত্তর:খ) তথ্য
৯২. নীতি প্রণয়ন চূড়ান্ত হলে তা কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হয় কেন?
ক) পরিকল্পনার জন্য
খ) গবেষণার জন্য
গ) অনুমোদনের জন্য
ঘ) মূল্যায়নের জন্য
উত্তর:গ) অনুমোদনের জন্য
৯৩. কারা নীতি ফলাফল বিশ্লেষণে নীতি নির্ধারকদের সহায়তা করে থাকে?
ক) সমাজকর্মীরা খ) সাংবাদিকরা
গ) পেশাজীবীরা ঘ) আইনজীবীরা
উত্তর: ক) সমাজকর্মীরা
৯৪. জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ এর লক্ষ্য হলো-
র) নারী-পুরুষের বিদ্যমান বৈষম্য নিরসন করা
রর) নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করা
ররর) নারী উন্নয়নে প্রয়োজনীয় সহায়ক সেবা প্রদান করা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর:ঘ) র, রর ও ররর
৯৫. বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গুলো সফলতার মুখ না দেখায় যথার্থ কারণ হলো-
র) রাজনৈতিক অস্থিরতা
রর) সুশাসনের অভাব
ররর) প্রাকৃতিক দুর্যোগ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর:ঘ) র, রর ও ররর
৯৬. সামাজিক নীতির অন্যতম লক্ষ্য হচ্ছে-
র) সামাজিক ও মানবীয় প্রয়োজন মেটানো
রর) সামাজিক সমস্যা চিহ্নিতকরণ
ররর) সামাজিক সমস্যা মোকাবেলা করা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর:খ) র ও ররর
৯৭. কাজের পূর্ব চিন্তাকে কী বলে?
ক) অনুধ্যান খ) ভাবনা
গ) পরিকল্পনা ঘ) অনুমান
উত্তর:গ) পরিকল্পনা
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়