রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
  ০৭ মার্চ ২০২৫, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি
এসএসসি পরীক্ষার প্রস্তুতি

১৮৭. উদ্দীপকের কামালের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে?

ক. হরিকাকু খ. ফুলকলি

গ. বুধা ঘ. আহাদ মুন্সি

উত্তর:গ. বুধা

১৮৮. উক্ত চরিত্রের মতোই উদ্দীপকের কামালের মাঝে প্রকাশ পেয়েছে-

র. দেশের মানষের প্রতি ভালোবাসা

রর. বিদেশিদের প্রতি ঘৃণা

ররর. একাকিত্বের যাতনা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ক. র ও রর

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮৯ নং প্রশ্নের উত্তর দাও :

প্রবীর দশম শ্রেণির ছাত্র। সে বাবা-মা ও দুই ভাইবোনের সাথে একটি দোতলা বাসায় থাকে। একদিন রাতে ভূমিকম্পে বাসাটি ভেঙে পড়ে। প্রবীর ও তার পরিবারের সবাই ছাদের নিচে চাপা পড়ে। প্রবীর ভাগ্যক্রমে বেঁচে গেলেও মারা যায় পরিবারের সবাই। সেই থেকে প্রবীর মানসিক রোগী।

১৮৯. উদ্দীপকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটনার ইঙ্গিত রয়েছে?

ক. বাজার পোড়ানোর ঘটনা

খ. আহাদ মুন্সির বাড়ি পোড়ানোর ঘটনা

গ. বুধার পরিবার-পরিজন হারানোর ঘটনা

ঘ. ক্যাম্প উড়িয়ে দেওয়ার ঘটনা

উত্তর:গ. বুধার পরিবার-পরিজন হারানোর ঘটনা

নিচের উদ্দীপকটি পড় এবং ১৯০ ও ১৯১ নং প্রশ্নের উত্তর দাও :

সেবার ভয়াবহ ভূমিকম্পে শিমুলতলী অঞ্চল ধ্বংস হয়ে যায়। অসংখ্য মানুষ মারা যায় সেই ধ্বংসলীলায়। এলাকায় যে কজন বেঁচে ছিল তারা লাশগুলোকে একই গর্তে মাটিচাপা দেয়।

১৯০. উদ্দীপকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটনার ইঙ্গিত রয়েছে?

ক. বাজার পোড়ানো

খ. বুধার পরিজন হারানো

গ. বুধার গ্রামে গণকবর দেওয়ার ঘটনা

ঘ. ক্যাম্প উড়িয়ে দেওয়া

উত্তর:গ. বুধার গ্রামে গণকবর দেওয়ার ঘটনা

১৯১. উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসকে প্রতিফলিত করে নি। কারণ-

র. উভয়ের প্রেক্ষাপট ভিন্ন

রর. উভয়ই ভিন্ন উদ্দেশ্যে রচিত

ররর. উপন্যাসে দুঃখের স্মৃতির বর্ণনা নেই

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ক. র ও রর

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯২ ও ১৯৩ নং প্রশ্নের উত্তর দাও :

সালামত মাতবর একজন ধুরন্ধর মানুষ। তাদের এলাকায় মিলিটারি ক্যাম্পে বানালে সে ক্যাম্পে যাতায়াত করে। সেখানে দুধ, মিষ্টি, মুরগি ইত্যাদি বিভিন্ন খাবার পাঠায়। মিলিটারির সাথে ভাব জমিয়ে সে এলাকায় তার প্রতিদ্বন্দ্বী কামাল মাস্টারকে হয়রানি করে।

১৯২. উদ্দীপকের সালামত মাতবর 'কাকতাড়ুয়া' উপন্যাসের কার প্রতিনিধি?

ক. বুধা খ. শাহাবুদ্দিন

গ. আহাদ মুন্সি ঘ. মিঠু

উত্তর:গ. আহাদ মুন্সি

১৯৩. উপন্যাসের বুধার দৃষ্টিতে ঘৃণার পাত্র-

র. উদ্দীপকের মিলিটারি

রর. উদ্দীপকের সালামত মাতবর

ররর. উদ্দীপকের কামাল মাস্টার

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ক. র ও রর

১৯৪. বুধার কয় ভাইবোন কলেরায় মারা যায়?

ক. ৩ জন খ. ৪ জন

গ. ৫ জন ঘ. ৬ জন

উত্তর: খ. ৪ জন

১৯৫. কঞ্চু কথার অর্থ কী?

ক. পা খ. পাখা

গ. ঠোঁট ঘ. কান

উত্তর:গ. ঠোঁট

১৯৬. হরিকাকুর সঙ্গে বুধার কোথায় দেখা হয়েছিল?

ক. জামতলায় খ. ফসলের মাঠে

গ. বাজারে ঘ. রাস্তায়

উত্তর: ক. জামতলায়

১৯৭. শান্তি কমিটির চেয়ারম্যান হয়েছিল কে?

ক. মতিউর খ. আহাদ মুন্সি

গ. হাশেম মিয়া ঘ. হরিবাবু

উত্তর:খ. আহাদ মুন্সি

১৯৮. নিজের বোঝা নিজে বইব। বুধা এ বক্তব্যে ফুটে ওঠে-

ক. সাহস খ. আত্মবিশ্বাস

গ. স্বনির্ভরতা ঘ. দেশপ্রেম

উত্তর:খ. আত্মবিশ্বাস

১৯৯. বিদেশি মানুষ এবং নিজেদের মানুষ সবার ওপর বুধার ঘৃণা বাড়তে থাকে কেন?

ক. যুদ্ধ করার জন্য

খ. অত্যাচার করার জন্য

গ. বিরোধিতা করার জন্য

ঘ. গণহত্যার জন্য

উত্তর:খ. অত্যাচার করার জন্য

২০০. 'আমরা লড়াই না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে'। কেন ভূতের বাড়ি হবে?

র. গণহত্যার কারণে

রর. লোকজন পালিয়ে যাওয়ায়

ররর. গ্রামটি জনশূন্য হওয়ায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

বহিপীর

১. 'বহিপীর' নাটকের রচয়িতার নাম কী?

ক. জহির রায়হান খ. সৈয়দ ওয়ালীউলস্নাহ

গ. সেলিনা হোসেন ঘ. সুফিয়া কামাল

উত্তর:খ. সৈয়দ ওয়ালীউলস্নাহ

২. সৈয়দ ওয়ালীউলস্নাহ কোন পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে পেশাজীবন শুরু করেন?

ক. দৈনিক আজাদ

খ. দৈনিক বাংলা

গ. দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস

ঘ. স্টেটসম্যান

উত্তর: ঘ. স্টেটসম্যান

৩. সৈয়দ ওয়ালীউলস্নাহ কোন দেশের দূতাবাসে কাজ করেন?

ক. পাকিস্তান খ. আফগানিস্তান

গ.নেপাল ঘ. ভুটান

উত্তর: ক.পাকিস্তান

৪. সৈয়দ ওয়ালীউলস্নাহ প্যারিসে কোন সংস্থার সদর দপ্তরে কাজ করেন?

ক. ইউনিসেফ খ. ইউনেস্কো

গ. হু ঘ. বিশ্বব্যাংক

উত্তর:খ. ইউনেস্কো

৫. সৈয়দ ওয়ালীউলস্নাহর প্রথম গল্পগ্রন্থ কোনটি?

ক. লালসালু খ. নয়নচারা

গ. বহিপীর ঘ. দুই তীর ও অন্যান্য গল্প

উত্তর:খ. নয়নচারা

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে