রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

জবিতে অনলাইনে ক্লাস

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৭ মার্চ ২০২৫, ০০:০০
জবিতে অনলাইনে ক্লাস
জবিতে অনলাইনে ক্লাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের কষ্ট লাঘবে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৯ মার্চ থেকে সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে, চলমান সব সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা হবে সশরীরে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ৫ মার্চ বিষয়টি নিশ্চিত করেন। একইসঙ্গে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রবিবার (৯ মার্চ) থেকে ২০ মার্চ পর্যন্ত সব ইনস্টিটিউট ও বিভাগে রুটিন অনুযায়ী অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। এছাড়া প্রত্যেক ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষার রুটিন অনুযায়ী সশরীরে সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে