সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক গণিত

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
  ১৪ অক্টোবর ২০১৯, ০০:০০
প্রাথমিক গণিত
প্রাথমিক গণিত

দ্বিতীয় অধ্যায়

৬। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর : ভাজক = ভাজ্য গু ভাগফল

৭। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর : ভাগফল = ভাজ্য গু ভাজক

৮। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর : ভাজ্য = ভাজক ক্ম ভাগফল

৯। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?

উত্তর : ভাগফল

১০। ভাগশেষ কত হলে নিঃশেষে বিভাজ্য হয়?

উত্তর : ০ (শূন্য) হলে

১১। ২০০ গু ২০ = ১০, এখানে ভাজক কোনটি?

উত্তর : ২০

১২। ৩৬০০ গু ৬০ = ৬০, এখানে ভাজ্য কত?

উত্তর : ৩৬০০

১৩। কোনো ভাগ অঙ্কে ভাজক ৫, ভাগফল ৯, ভাগশেষ ৪ হলে, ভাজ্য কত?

উত্তর : ৪৯

১৪। পাঁচ অঙ্কেও ক্ষুদ্রতম সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?

উত্তর : ২০০০

১৫। ৯০৯০ কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

উত্তর : ৯০৯

১৬। ৮৩০৯০ কে কত দিয়ে ভাগ করলে ভাগশেষ ৯০ হবে?

উত্তর : ২০

১৭। একটি সংখ্যার তিনগুণ ৩০ হলে, সংখ্যাটি কত?

উত্তর : ১০

১৮। কোনো সংখ্যাকে ঐ একই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

উত্তর : ১

১৯। ভাজক ভাগশেষের দ্বিগুণ, ভাগশেষ ৮ হলে ভাজক = কত?

উত্তর : ১৬

২০। ভাজক ১০, ভাগফল ১০ এবং ভাগশেষ ১ হলে ভাজ্য কত?

উত্তর : ১০১

২১। দুইটি সংখ্যার গুণফল ৯২১৬। একটি সংখ্যা ৭২ হলে, অপর সংখ্যাটি কত?

উত্তর : ১২৮

২২। নির্দিষ্ট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে দশমিক বিন্দু কত বামে সরবে?

উত্তর : ক্ষুদ্রতম সংখ্যাটিতে যতটি অঙ্ক থাকে

২৩। ৮৩৬৮ কে ১৬ দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি?

উত্তর : ৫২৩

২৪। ৮ ৫ গু ৮৪ ; ফাঁকা ঘরে কোন অঙ্ক বসালে ভাগফল ১০ থেকে ছোট হবে?

উত্তর : ০ (শূন্য)

২৫। দুইটি সংখ্যার গুণফল ও এদের একটি সংখ্যা জানা থাকলে অপরটি কীভাবে পাওয়া যাবে?

উত্তর : ভাগ প্রক্রিয়ায়

২৬। দুইটি সংখ্যার গুণফল ৮৯২০০। একটি সংখ্যা ১০০ হলে, অপরটি কত?

উত্তর : ৮৯২

২৭। দুইটি সংখ্যার গুণফল ২৫৬, একটি সংখ্যার ৪ গুণ ১৬ হলে, অপরটি কত?

উত্তর : ৬৪

২৮। দুইটি সংখ্যার গুণফল। একটি সংখ্যা হলে, অপর সংখ্যাটি কত?

উত্তর :

তৃতীয় অধ্যায়

১। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য লিখ।

উত্তর : ১

২। ১ ডজন = কতটি?

উত্তর : ১২টি

৩। ১ হালি = কতটি?

উত্তর : ৪টি

৪। এক ডজন কলমের দাম ৬০ টাকা হলে, এক জোড়া কলমের দাম কত?

উত্তর : ১০ টাকা

৫। ১ হালি ডিমের দাম ৩২ টাকা হলে, ৯টি ডিমের দাম কত?

উত্তর : ৭২ টাকা

৬। ১০টি কলমের দাম ৪০ টাকা হলে, এরূপ ১৫টি কলমের দাম কত?

উত্তর : ৬০ টাকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে