“ আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ; নার্সদের পেশার উন্নতি অর্থনীতিক সমৃদ্ধি’ এই শ্লোগানে নোয়াখালীতে নানা আয়োজনেরে মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সসেস ডে উদযাপন করা হচ্ছে।
এ উপলক্ষে সকালে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) নোয়াখালী শাখার উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হগাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে নোয়াখালী জেনারেল হগাসপাতালে আলোচনা সভা, কেট কাটা, নার্সদের পেশাগত বিষয়ের ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
নার্সেস এসোসিয়েশন (বিএনএ) নোয়াখালী শাখার সভাপতি অবদুল্লা ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হগাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী।
এ সময় নোয়াখালী জেনারেল হগাসপাতালে কর্মরত নার্সগণ, নার্সেস এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও নোয়াখালী নার্সিং কলেজের শিক্ষার্থীগণ উপস্থিত ছলেন।
আলোচনা সভায় বক্তাগণ মানুষ ও মানবতার সেবায় নার্সদের অবদান তুলে ধরে নার্সদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন।
যাযাদি/আর