এতদিন কেবল অভিনেত্রী, প্রযোজক ও নৃত্যশিল্পী হিসেবেই পরিচিত ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান। তবে এবার নতুন এক পরিচয়ে দর্শকের সামনে আসছেন বলে জানালেন সোনালী সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। বললেন, চলচ্চিত্র পরিচালনায় আসছেন তিনি। বর্তমানে চলছে চলচ্চিত্রটির গল্প লেখার কাজ। শিগগিরই সবকিছু চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানিয়েছেন অঞ্জনা। বিষয়টি নিয়ে অঞ্জনা বলেন, ''অনেকেই আমাকে অনুরোধ করছে চলচ্চিত্র পরিচালনায় আসতে। সবকিছু বিবেচনা করে ভাবছি আমার 'অঞ্জনা ফিল্মস' থেকে সিনেমা পরিচালনা করব। বর্তমানে গল্প তৈরি হচ্ছে। এরপর অনুদানের জন্য জমা দেব। সামাজিক-পারিবারিক গল্পে আমার প্রথম পরিচালনার সিনেমাটি নির্মিত হবে। সবকিছু রেডি হলে সিনেমার নাম ও শিল্পী নির্বাচন করব।''
এক সময়ের জনপ্রিয় এই নায়িকা তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। শধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও আলাদা খ্যাতি রয়েছে তার। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৯টি দেশের ১৩টি ভাষায় অভিনয় করেছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা ও হংকংয়ের সিনেমায় দেখা গেছে তাকে।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd