শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মঞ্চে আজ ম্যাকবেথ

বিনোদন রিপোর্ট
  ৩১ মে ২০২৩, ০০:০০

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে মঞ্চস্থ হবে স্বপ্নদলের নতুন প্রযোজনা উইলিয়াম শেক্সপিয়রের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনি পুনর্বিন্যাসে মূকনাট্য (মাইমোড্রামা) 'ম্যাকবেথ'। গবেষণাগার পদ্ধতিতে ঐতিহ্যের ধারায় বাঙলা মূকাভিনয় রীতিতে নির্মিত 'ম্যাকবেথ' প্রযোজনাটির নির্দেশনা দিচ্ছেন জাহিদ রিপন। নতুন প্রযোজনা প্রসঙ্গে জাহিদ রিপন বলেন, স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাঙ্ক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল ও শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকান্ড এবং পরিশেষে তারও একই পরিণতির শিকার হওয়ার বিশ্বখ্যাত ট্র্যাজেডি 'ম্যাকবেথ'। সারাবিশ্বে শেক্সপিয়রের রচনা নিয়ে মঞ্চ-চলচ্চিত্র-টেলিভিশনে নানামাত্রিক সৃজনকর্ম পরিচালিত হলেও জানা মতে ব্যবহারিক গবেষণার মাধ্যমে পূর্ণাঙ্গ মূকনাট্য বা মাইমোড্রামা হিসেবে মঞ্চে উপস্থাপন স্বপ্নদলের 'ম্যাকবেথ'ই প্রথম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে