রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ঈদে রোমান্টিক নাটকের আধিক্য

মাসুদুর রহমান
  ০৭ জুলাই ২০২৩, ০০:০০
ঈদে রোমান্টিক নাটকের আধিক্য
'হঠাৎ বৃষ্টি' নাটকের দৃশ্য

দেখতে দেখতে শেষ হয়ে গেলে সপ্তাহব্যাপী ঈদ আয়োজন। নাটক, সিনেমা, গান, তারকা আড্ডা, ম্যাগাজিন অনুষ্ঠানসহ নানা পসরা নিয়ে জমজমাট ছিল বিভিন্ন টেলিভিশন চ্যানেল আর ডিজিটাল দুনিয়া। এর মধ্যে অন্যতম বিনোদন ছিল নাটক ও টেলিফিল্মে। অন্যান্য অনুষ্ঠানের চেয়ে এর প্রতি দর্শকের আগ্রহটা বরাবরই বেশি। তাই এবারের ঈদেও প্রচারিত হয়েছে কয়েকশ' নাটক। কয়েক বছর আগেও ঈদের নাটকে প্রাধান্য পেত কমেডি। হাস্যরসের নাটকের ভিড়ে ঠাঁই পেতনা অন্য গল্প। হাতেগোনা দু'-একটি সিরিয়াস-রোমান্টিক নাটক প্রচার হলেও তেমন সাড়া মিলত না দর্শকের। তবে ধীরে ধীরে এর বাঁক বদল হয়ে মোড় নিয়েছে অন্যদিকে। তারই ধারাবাহিকতায় কমেডি, সিরিয়াস ও রোমান্টিকতার মিশেলে ছিল এবারের ঈদ নাটক। এর মধ্যে রোমান্টিক নাটকের সংখ্যাই বেশি। দর্শকরাও গ্রহণ করেছেন সেসব নাটক। ভিউয়ের দৌড়েও এগিয়ে রয়েছে রোমান্টিক গল্পের নাটক। ঈদ শেষে দেখা গেল আলোচিত কাজগুলোর প্রায় সবগুলোই রোমান্টিক গল্প। আর তাতে দেখা গেছে নতুনদের পাশাপাশি তারকা শিল্পীদের উপস্থিতি। রোমান্টিক নাটকের হিরো খ্যাত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে দেখা গেছে ঈদের একগুচ্ছ নাটকে। তার অভিনীত নাটকগুলো বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে। ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হয়েছে নাটক 'মিথ্যা বলা বারণ'। রোমান্টিক গল্পের এই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন অপূর্ব ও সাফা কবির।

হামেদ হাসান নোমানের রচনা ও পরিচালনায় নাটকের গল্পে দেখা যায়, নাবিদ ও নীলা দু'জন দু'জনকে প্রচন্ড ভালোবাসে। কিন্তু প্রতিনিয়তই নাবিদের মিথ্যা কথা বলাটা একেবারেই পছন্দ নয় নীলার। মূলত সম্পদের লোভে পড়ে নীলাকে প্রেমের জালে ফাঁসায় নাবিদ। এক সময় নাবিদ সত্যিই ভালোবাসে ফেলে নীলাকে। মাইদুল রাকিবের রচনা ও পরিচালিত নাটক 'মেজবানি ভালোবাসা'য় অভিনয় করছেন নিলয় আলমগীর ও হিমি। নাটকের গল্পে দেখা যায়, শুভ তার বন্ধুদের নিয়ে বিনা দাওয়াতে মেজবান খেতে ভীষণ ভালোবাসে। 'মেজবান' নামে একটি ফেসবুক গ্রম্নপ খোলা হয়। একদিন শুভর প্রেমিকা নিপার খালার বাড়ি বিনা দাওয়াতে খেতে গিয়া ধরা পড়ে যায়। নিপার কাছে নালিশ আসে। তাকে শাসন করার জন্য নিপা বিয়ে করে শুভকে। শাসন চললেও ভালোবাসা হ্রাস পায় না তাদের জীবনে। এমনই গল্পে আরটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১১টায় প্রচার হয় নাটকটি। একই চ্যানেলে প্রচারিত হয়েছে নাটক 'শর্টকাট লাভ স্টোরি'। অভিনয় করেছেন এ প্রজন্মের দুই অভিনয় শিল্পী তৌসিফ মাহবুব ও তানজীম সায়রা তটিনী। রচনা করেছেন মেজবাউদ্দিন সুমন। পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। নাটকের গল্পে রয়েছে দুষ্টু-মিষ্টি প্রেমের খুনসুটি। ঈদের আগের দিন ইউটিউবে প্রচারিত হয় নাটক 'অনুরাগ'। এতে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নাহার নিহা। পরিচালনা করেছেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হয়েছে হানিফ সংকেতের নাটক 'ভুল বোঝা আর ভুলের বোঝা'। এ নাটকেও এসেছে রোমান্টিকতার গল্প। অভিনয় করেছেন সজল, সারিকা, শতাব্দি ওয়াদুদ। মাছরাঙা টেলিভিশনের পর্দায় ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হয়েছে বিশেষ টেলিফিল্ম 'ঘুমন্ত পাখি'। রোমান্টিক গল্পের এই টেলিফিল্মে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও সাদিয়া আইমান। ভালোবেসে বিয়ে করে পরিবারের কারণে ঘরছাড়া এক নববধূ ও প্রেমিক স্বামীর অগাধ ভালোবাসার গল্প ওঠে এসেছে এতে। পরিচালনা করেছেন সীমান্ত সজল। রচনা ও চিত্রনাট্য করেছেন সুমনা ইসলাম। প্রচারের পর নাটকটি ভালো সাড়া পেয়েছে। তানজিম সাইয়ারা তটিনী ও ইয়াশ রোহানকে দেখা গেছে ঈদের বেশ কয়েকটি রোমান্টিক নাটকে। এর মধ্যে অন্যতম 'হঠাৎ বৃষ্টি' নাটকে অভিনয় করেছেন তারা। এটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। নাটকটি ঈদের ষষ্ঠ দিন রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হয়। এছাড়া তটিনী ও ইয়াশকে পথিক সাধনের 'প্রণয়', মেহেদী রনির 'অবাক কান্ড' নাটকসহ তপু খান, তানভীর খায়েরের নাটকেও দেখা গেছে। কেএস ইন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ভালোবাসার গল্পে ঈদের নাটক 'ভালো থেকো বউ' পরিচালনা করেছেন প্রীতি দত্ত। এতে অভিনয় করেছেন শাশ্বত দত্ত ও তানিয়া বৃষ্টি। জাকারিয়া শৌখিন রচিত ও পরিচালিত ত্রিভুজ প্রেমের গল্প 'নিজের খেয়াল রেখো'। ঈদের বিশেষ এ নাটকে অভিনয় করছেন জোভান, কেয়া পায়েল ও মনোজ প্রামাণিক। নাটকটি প্রচারিত হয়েছে একটি ইউটিউব চ্যানেলে। অপূর্ব ও তটিনীকে নিয়ে নাজমুল রনি নির্মাণ করেছেন নাটক 'রাতের শেষে'। ঈদের তৃতীয় দিন রাত ৭.৩৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হয় নাটকটি। ইয়াশ রোহান ও কণ্ঠশিল্পী পড়শিকে দেখা গেছে ঈদের নাটকে। নাটকটির নাম 'এখানে প্রেম শেখানো হয়'। এটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। জোভান-সামিরা মাহী অভিনয় করেছেন 'শাঁখের করাত' নাটকে। এটি পরিচালনা করেছেন নিকুল কুমার মন্ডল। এছাড়া এটিএন বাংলার 'চিত্রা তার অপেক্ষায়, 'ভালেবাসার বিড়ম্বনা' 'রাতের শেষে', চ্যানেল আইয়ের 'সুতোয় বাঁধা প্রজাপতি', 'আরেক পৃথিবী', 'পাগল হাওয়া বাদল রাতে', এনটিভির 'হঠাৎ বিয়ে', 'শেষ বসন্ত', বাংলাভিশনের 'হৃদয় আকাশে', 'উড়াল পাখি', দীপ্ত টিভির 'সাহসিকা', 'মন বাড়িয়ে ছুঁই', 'হ্যালো টিচার', 'আমাদের বিয়ে' মাছরাঙা টিভির 'দূর হতে তোমারেই দেখেছি', নাগরিক টিভির 'বকুলফুল', 'হ্যাপি বার্থডে', 'শেষ চিঠি', 'প্রিহানিমুন', আরটিভির 'সুইট মোমেন্টস'সহ রোমান্টিক গল্পের আরও অনেক নাটক প্রচার হয়েছে এবারের ঈদে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে