রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

খোশ মেজাজে কোনাল

বিনোদন রিপোর্ট
  ০৭ জুলাই ২০২৩, ০০:০০
খোশ মেজাজে কোনাল
খোশ মেজাজে কোনাল

বেশ খোশ মেজাজে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা সোমনূর মনির কোনাল। কারণ হিসেবে এই কণ্ঠশিল্পী জানান, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত দু'টি সিনেমায় তার গান শ্রোতা দর্শক আনন্দচিত্তে উপভোগ করছেন। তার মধ্যে সবচেয়ে আলোচিত ও দর্শকপ্রিয় সিনেমা 'প্রিয়তমা' সিনেমার টাইটেল গানটি বেশি সমাদৃত হচ্ছে শ্রোতা-দর্শক মহলে। এই গানের তার সহশিল্পী বালাম। আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত গানটিতে পারফর্ম করেছেন শাকিব খান ও ইধিকা পাল। অন্যদিকে বেশ আগেই জামাল হোসেন প্রযোজিত ও চয়নিকা চৌধুরী পরিচালিত 'প্রহেলিকা' সিনেমার দারুণ জনপ্রিয় গান 'মেঘের নৌকা' গানেও কোনালের কণ্ঠে মুগ্ধ হয়েছেন শ্রোতা দর্শক। ঈদের প্রথম দিন থেকে এখন পর্যন্ত যেন এই দুই গানের অন্যরকম জোয়ার বইছে। বিশেষ করে শাকিব খানের কারণে 'ও প্রিয়তমা' গানটি খুব অল্প সময়েই হিটের তালিকায় চলে আসে। আর ইউটিউবে প্রকাশ হওয়ার দরুন 'মেঘের নৌকা'র প্রতি তো শ্রোতা দর্শকের ভালো লাগা আগে থেকেই ছিল। গানটি প্রকাশ হওয়ার পর কোনাল যতগুলো স্টেজ শো'তে পারফর্ম করতে গিয়েছেন সবগুলো শো তিনি এই গান দিয়েই শুরু করেছেন। যে কারণে এই গান আরও ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে এখন যুক্ত হলো 'ও প্রিয়তমা' গানটি। কোনাল বলেন, 'এবারের ঈদ যেন গানে গানে পরিপূর্ণ। মেঘের নৌকার জন্যতো আসলে আগেই অনেক সাড়া পেয়েছি। আর ঈদের কয়েকদিন আগে থেকে ও প্রিয়তমার জন্য সাড়া পাচ্ছি। দু'টি গানের প্রতিই আমার ভীষণ ভালো লাগা রয়েছে। এই দুই গানের সিনেমার প্রযোজক, গানের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, সহশিল্পীসহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল। সেই সঙ্গে শ্রোতা-দর্শকের প্রতিও অসীম ভালোবাসা রইল দু'টি গানকেই ভালোবেসে গ্রহণ করার জন্য।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে