বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান পুত্র সন্তানের মা হয়েছেন। বুধবার ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে মা হওয়ার সুখবর জানিয়েছিলেন সানা।
অভিনেত্রী বলেন, 'আমি ভীষণ খুশি। অবশেষে সেই শান্তির সন্ধান পেয়েছি। আমি এমন একজন স্বামী আমার জীবনে পেয়েছি, যিনি আমাকে সৃষ্টিকর্তার কাছে পৌঁছাতে সাহায্য করেছেন। আমি এখন খুব শান্তিতে আছি, দু'জনে একসঙ্গে কাজ করছি এবং আরও কাছে আসছি একে অন্যের।' ২০২০ সালের ২১ নভেম্বর মুফতি আনাসকে বিয়ে করেন সানা। এর পরই অভিনয়কে বিদায় জানান তিনি। ক্যারিয়ারে হিন্দি, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন সানা খান। 'বম্বে টু গোয়া', 'ধন ধনা ধন গোল', 'হলস্না বোল', 'জয় হো', 'ওয়াজাহ তুম হো' এবং 'টয়লেট : এক প্রেম কথা'স-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি।