রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ছোট পর্দার অনুষ্ঠানমালা

  ০৭ জুলাই ২০২৩, ০০:০০
ছোট পর্দার অনুষ্ঠানমালা
ছোট পর্দার অনুষ্ঠানমালা

বাংলাভিশনে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'বাওকুমটা বাতাস'। মানস পালের রচনা ও শামস্‌ করিমের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নাবিলা ইসলাম, রোবেনা রেজা জুঁই, তারিক স্বপন, শফিক খান দিলু, স্বর্ণা, শহীদুলস্নাহ সবুজ, খায়রুল আলম টিপু, রিমু রেজাসহ অনেকে।

আরটিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'শান্তি মলম ১০ টাকা'। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, প্রাণ রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, মুনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ।

একুশে টিভিতে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'গরম মহলস্না'। নাসির উদ্দিন মাসুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, সিদ্দিকুর রহমান, চাষী আলম, এফ এস নাঈম, অ্যালেন শুভ্র, সালহা খানম নাদিয়া, আব্দুলস্নাহ রানা, কচি খন্দকার, ওয়ালিউল হক রুমি, মানসি প্রকৃতি, সুস্মিতা সিনহাসহ অনেকে।

বৈশাখী টিভিতে আজ রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে স্টুডিওভিত্তিক সরাসরি গানের অনুষ্ঠান 'ফোক লাইভ'। এতে আজ সঙ্গীত পরিবেশন করে দুই ফোকশিল্পী শেহনিজ ও অঙ্গনা পুজা। আইনুন পুতুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান।

দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'আগুন পাখি'। নাটকটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, গোলাম ফরিদা ছন্দা, মৌটুসী বিশ্বাস, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, শম্পা রেজা, নাজনীন হাসান চুমকী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে