সময়ের ব্যস্ত অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও সারিকা সাবাহ'কে নিয়ে পরিচালক ইমরাউল রাফাত নির্মাণ করেছেন নাটক 'মি অ্যান্ড মাই অ্যাক্স'। নাটকটির গল্প রচনা, চিত্রনাট্য করেছেন ইমরাউল রাফাত নিজেই। ঈদের আগে নাটকটির শুটিং হয়েছে মুন্সীগঞ্জ'সহ আরও বিভিন্ন লোকেশনে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সারিকা সাবাহ বলেন, 'ইমরাউল রাফাত ভাইয়ের নির্দেশনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। তার গল্পে কাজ করতে সব সময়ই ভীষণ ভালো লাগে। জীবনের সঙ্গে সম্পৃক্ত ঘটনাই রাফাত ভাইয়ের গল্পে উঠে আসে। যথারীতি এই নাটকটির গল্পও জীবনের সঙ্গে সম্পৃক্ত। যে কারণে আমরা যারা অভিনয় করেছি প্রত্যেকেই মন দিয়ে অভিনয় করারই চেষ্টা করেছি। এরই মধ্যে ট্রেইলারও প্রকাশ পাবার পর বেশ ভালো সাড়া পেয়েছি। আশা করছি পুরো নাটকটির জন্য বেশ ভালো সাড়া পাব।'
ইমরাউল রাফাত জানান, নাটকটি এরই মধ্যে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার কথা।