রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

৫০০ পর্বে 'তোমায় গান শোনাব'

বিনোদন রিপোর্ট
  ০৭ জুলাই ২০২৩, ০০:০০
৫০০ পর্বে 'তোমায় গান শোনাব'

৫০০ পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনের বৈঠকী গানের অনুষ্ঠান 'তোমায় গান শোনাবো'। আজ শুক্রবার রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে এর ৫০০তম পর্ব। বিশেষ এই পর্বে গান পরিবেশন করবেন সঙ্গীত তারকা দম্পতি রফিকুল আলম ও আবিদা সুলতানা। দুই ঘণ্টা ব্যাপ্তির সরাসরি এ অনুষ্ঠানে নিজেদের পছন্দের গানের পাশাপাশি দর্শকদের অনুরোধে বেশকিছু গান শোনাবেন তারা। কৌশিক শংকর দাশের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। সরাসরি সম্প্রচারিত হওয়া এই অনুষ্ঠানটিতে আধুনিক, ফোক, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীতসহ বিভিন্ন ঘরানার শীর্ষ জনপ্রিয় শিল্পীরা এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি প্রচারের শুরু থেকেই দর্শক মহলে সমাদৃত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে