রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
সা ক্ষা ৎ কা র

সবাই এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন

প্রার্থনা ফারদিন দীঘি- চলচ্চিত্র তারকা দম্পতি সুব্রত ও দোয়েলের কন্যা। শিশুকালেই গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে তারকা বনে যান তিনি। এরপর শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন অসংখ্য সিনেমায়। স্কুল-কলেজ পেরিয়ে এখন বিশ্ববিদ্যালয়ের পথযাত্রী। গত বছর 'তুমি আছো তুমি নেই' সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে অভিষেক ঘটে তার। সর্বশেষ জাতির জনক বঙ্গবন্ধুর বায়োপিকে দেখা যায় তাকে। বর্তমান সময় ও অন্যান্য বিষয় নিয়ে কথা হলো তার সঙ্গে-
  ০৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০
সবাই এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন
সবাই এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন

এই সময়ে...

সত্যি কথা বলতে, বর্তমানে হাতে তেমন কোনো কাজ নেই। অনেকটাই ফ্রি সময় কাটাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক সময় পার করছি। বলা চলে এক ধরনের অলস সময় পার করছি।

সর্বশেষ কাজ...

মুজিব : একটি জাতির রূপকার সিনেমার পর মাঝখানে জুয়া নামের ছবির কাজ করেছি। এই ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস। মুক্তির অপেক্ষায় আছে দীঘি অভিনীত চলচ্চিত্র 'মুজিব'। এছাড়া হাতে আছে দেয়াল নামের একটি সিনেমা। এতে আমার বিপরীতে কোনো নায়ক থাকছেন না। এর গল্পটা এমন, যেখানে নায়কের কোনো প্রয়োজন নেই। এ ধরনের গল্পের ছবি ঢালিউডে হয়ই না বলা চলে। তবে ছবির গল্প সম্পর্কে কিছুই বলতে চাই না আপাতত।

নায়কবিহীন চলচ্চিত্র...

ওই যে বললাম, ছবির গল্পটা এমনভাবে সাজানো, এখানে নায়কের কোনো প্রয়োজন কিংবা ভূমিকা নেই। শুরুতে এ ধরনের সিনেমায় অভিনয় করব কিনা- এ নিয়ে দ্বিধায় ছিলাম। তবে বার বার গল্প ও আমার চরিত্রটি পড়ার পর মনে হলো, চ্যালেঞ্জিং একটা গল্প। আমার চরিত্রটাও অসাধারণ। নিজেকে অন্য রকমভাবে পর্দায় উপস্থাপনেরও একটা লোভ ছিল। সবকিছু চিন্তা-ভাবনা করেই ছবিটিতে কাজ করতে রাজি হয়েছি।

ওটিটি কিংবা অন্যান্য কাজ...

দেয়াল সিনেমা ছাড়াও হাতে আছে দুটি ওটিটির কাজ। কিন্তু চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনোটারই শুটিং করতে পারছেন না নির্মাতারা। তারপর আবার সামনে নির্বাচন। এই নির্বাচনের আগে মনে হয় না কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারব। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এভাবেই অলস সময় কাটাতে হবে বলে মনে হচ্ছে। এটা আমার জন্য এক ধরনের বিরক্তিকর মনে হচ্ছে।

লাইট ক্যামেরা থেকে দূরে...

ছোটবেলা থেকেই শুটিং করে আসছি। এখন লাইট ক্যামেরা অ্যাকশন ছাড়া কীভাবে সময় কাটবে- বুঝতে পারছি না। এছাড়া চলতি মাসে আরও কিছু কাজ করার কথা রয়েছে। অনেকগুলো স্টেজ শোতে অংশ নেওয়ারও কথা। সেগুলোও একের পর এক বন্ধ ঘোষণা করা হচ্ছে। এছাড়া অচিরেই নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করার কথা। যদি এটাও পিছিয়ে যায় হরতাল-অবরোধের কারণে- তাহলে বলেন কী করব! শোবিজের সবাই এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।

ভবিষ্যৎ ভাবনা...

অভিনয়ই আমার মূল লক্ষ্য। তবে অভিনয় কিংবা মডেলিংও চালিয়ে যেতে চাই। অভিনয় ছাড়া চলতে পারব না। সেই শিশুবেলা থেকে এই জগতের সঙ্গে মিশে আছি। আমার মা-বাবাও ছিলেন একই পেশায়। তাই অভিনয় আমার রক্তে মিশে আছে। অভিনয় নিয়ে এখনও অনেক কিছু করার বাকি আছে। নায়িকা হিসেবেও দর্শকের প্রত্যাশা পূরণ করতে চাই। এগিয়ে যেতে হবে অনেক দূর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে