সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আইটেম গানে শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
আইটেম গানে শ্রদ্ধা কাপুর
আইটেম গানে শ্রদ্ধা কাপুর

২০২১ সালে করোনা-পরবর্তী সময়ে 'পুষ্পা : দ্য রাইজ' ছবি দিয়েই ভারতীয় সিনেমায় দর্শক ফিরেছিল। মুক্তির পর প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল সুকুমারের দক্ষিণী এ ছবিটি। এর পর থেকেই দশর্করা অপেক্ষায় ছিলেন পরের কিস্তির। কয়েক দফা পেছানোর পর অবশেষে আগামী ৬ ডিসেম্বর আসছে 'পুষ্পা : দ্য রুল'। কিন্তু ফের তারিখ পরিবর্তন হয়েছে। বারবার পিছিয়েছে মুক্তির তারিখ। তবে এবার সময়ের আগেই পর্দায় আসতে চলেছে 'পুষ্পা ২' ছবিটি।

'স্ত্রী ২' বলিউড বক্স অফিসে সুপারহিট হওয়ার পর থেকেই শ্রদ্ধা কাপুরকে নিয়ে আগ্রহের শেষ নেই দর্শকের। এবার 'ওয়ার ২'-এ পা রাখতে চলেছেন তিনি। সিনেমাটির আইটেম গানে দর্শক মাতাবেন এই বলিউড সুন্দরী। এর আগে 'পুষ্পা টু : দ্য রুল' সিনেমায় আইটেম গানে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়েছিল শ্রদ্ধাকে। সম্মতিও জানিয়েছিলেন তিনি। কিন্তু পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত সরে আসেন তিনি। এবার জানা গেল, 'ওয়ার ২' সিনেমার আইটেম গানে নাচবেন তিনি। যশরাজ স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা এটি। বানাচ্ছেন অয়ন মুখার্জি। এতে হৃতিক রোশনের সঙ্গে অভিনয় করবেন দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর। এই সিনেমার একটি আইটেম গানে হৃতিক ও এনটিআরের সঙ্গে নাচতে দেখা যাবে শ্রদ্ধাকে। জানা যায়, নায়িকার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে। সর্বশেষ অমর কৌশিকের 'স্ত্রী ২' সিনেমায় দেখা গেছে শ্রদ্ধা কাপুরকে। মাত্র ৬০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছে ৯০০ কোটি রুপির বেশি। বর্তমানে হিন্দি ভাষায় সর্বোচ্চ আয় করা সিনেমা এটি। স্ত্রী পর্ব চুকিয়ে এবার নাগিন হতে চলেছেন শ্রদ্ধা। তাকে নাগিন হিসেবে পর্দায় হাজির করবেন নির্মাতা নিখিল দ্বিবেদি। শিগগিরই শুরু হবে এ ছবির শুটিং। এ ছাড়া, 'ধুম ফোর' সিনেমায়ও দেখা যেতে পারে তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে