বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

অস্কারে ইমন চক্রবর্তীর বাংলা গান

বিনোদন ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
অস্কারে ইমন চক্রবর্তীর বাংলা গান
অস্কারে ইমন চক্রবর্তীর বাংলা গান

পশ্চিমবঙ্গের সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। লোকগান, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আধুনিক গানসহ সব ধরনের গানেই পারদর্শী তিনি। বিশেষ করে 'তুমি যাকে ভালোবাসো' গানটি দিয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। জাতীয় পুরস্কার জিতে ইতোমধ্যেই সম্মান এনে দিয়েছিলেন কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। এবার অস্কারের দৌড়ে শামিল হলো তার গান। জানা গেছে, এবার অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্যালটে রয়েছে। সেই তালিকায় জ্বলজ্বল করছে ইমন চক্রবর্তীর গাওয়া 'ইতি মা' গানটি। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত কান ফেরত সিনেমা 'পুতুল'-এর জন্য 'ইতি মা' গানটি রেকর্ড করেছেন ইমন। শিশু দিবসেই মুক্তি পেয়েছিল গানটি। ডিসেম্বরের শুরুতেই সামনে এলো বড় সুখবর।

মঙ্গলবার সারেগামাপার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ইমন। যার মাঝে এই খবর পেয়ে খানিক অবাক তিনিও। দ্য ওয়ালকে গায়িকা জানিয়েছেন, 'আমার ভালো লাগছে, আনন্দ হচ্ছে খুব, আমি সুপার হ্যাপি। আমি নিজের থেকেও বেশি খুশি, বাংলা গান নমিনেশন পেয়েছে। 'লায়ন কিং-এর মুফাসার মতো গানের সঙ্গে পালস্না দিয়ে লড়াই করবে বাংলার পথশিশুদের নিয়ে তৈরি গান 'ইতি মা', ভেবেই গর্বিত ইমনও। অস্কারের তালিকায় নিজের গান, খবরটি পেয়েই সে কথা ইমন প্রথম জানিয়েছেন 'সারেগামাপা'র সেটের বন্ধু, সহ-বিচারকদের। তারপর তিনি তা জানিয়েছেন স্বামী নীলাঞ্জন ও বাবাকে।

ক্যারিয়ারে ইতোমধ্যে সাফল্য ও পুরস্কার ঘরে তুলেছেন ইমন। তবে কি এবার অস্কারের পালা? এ প্রশ্নের জবাবে গায়িকা বলেন, 'না, না, এত প্রত্যাশা আমি রাখি না।'

'পুতুল' সিনেমার পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, 'বাংলা সিনেমার জয়। বাংলা গানের জয়। আমার জানা নেই, যে কোনো বাংলা সিনেমার বিজিএম অস্কারের মঞ্চে গেছে নাকি। তাই এই জয়টা শুধু ব্যক্তিগত নয়, বাংলা ইন্ডাস্ট্রির জন্য আমি খুশি।'

'পুতুল' সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্যও প্রাথমিক ধাপে মনোনীত হয়েছেন সঙ্গীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায়। ইমনকে নিয়ে পরিচালক বললেন, 'ইমন তো ভীষণ সোলফুল গায়িকা। গানটা ও খুব ভালোবেসে গেয়েছে। ওকে নিয়ে আলাদা করে আর কী বলব।'

পরিচালক আরও জানান, অস্কারের জন্য প্রচুর টাকা খরচ করে ক্যাম্পেন করতে হয়। মৌলিক বাংলা সিনেমার পরিচালকের হাতে ওত টাকা নেই। তবে এই সাফল্যে তিনি খুশি। আপাতত তার পাখির চোখ পুতুল সিনেমার যুক্তরাষ্ট্রের রিলিজ ঘিরে। আগামী ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি, সেই সঙ্গে ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে।

১ নভেম্বরের মধ্যেই অস্কারের মৌলিক গানের সমস্ত নমিনেশন জমা পড়েছিল। চূড়ান্ত ভোটিং পর্ব শুরু হবে আগামী ৯ ডিসেম্বর থেকে। আগামী বছরের ৩ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর। অস্কারে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা। রবীন্দ্রসঙ্গীতের হাত ধরেই ইমনের যাত্রাপথ শুরু। তারপর কখনো তা বাঁক খেয়েছে ধ্রম্নপদীতে, কখনো আধুনিকে, আবার কখনো লোকসঙ্গীতে। ২০১৭ সালে 'প্রাক্তন' ছবির বাংলা গান 'তুমি যাকে ভালবাসো'র জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন ইমন। এবার নমিনেশন পেলেন বিশ্বমঞ্চের দরবারে।

ক্যারিয়ারে ইমন একের পর এক সফলতা পেলেও এই সাফল্যের পেছনেও রয়েছে অতীতের তিক্ত অভিজ্ঞতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনাই তুলে ধরলেন তিনি। জানালেন, এক গায়ক গাড়িতে বসেই তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। ইন্ডাস্ট্রিতে আজ থেকে ১২ বছর আগে এক সিনিয়র গায়কের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন তিনি। গায়িকার কথায়, 'ঘটনাটা ২০১২ সালের। একজন সেলিব্রেটি গায়কের সঙ্গে একটি প্রোগ্রামে যাচ্ছি। গাড়িতে আমার বাবা সামনের সিটে বসা। ওই গায়ক ছিলেন পেছনে আমার পাশের সিটে। উনি ইশারায় আমাকে বলেছিলেন, ওনার সঙ্গে কোথাও যাওয়ার জন্য।'

বিষয়টি মোটেও ভালোভাবে নেননি ইমন। গায়কের কুপ্রস্তাবের জবাবে ফুঁসে উঠে চিৎকার করে বলেছিলেন, 'ইউ ওয়ান্ট টু ডু ইট রাইট নাও?' (আপনি কি এখনই করতে চান? এরপর নাকি সেই গায়ক খুব ঘাবড়ে যান। ঘটনাটি সেখানেই শেষ হয়।

এত বছর পর সেই ঘটনা ফাঁস করলেও সেই গায়কের নাম ফাঁস করেননি ইমন। শুধু জানালেন, প্রত্যেকের ক্যারিয়ারেই স্ট্রাগল থাকে। তারও ছিল। একটা সময় লিলুয়া থেকে রবীন্দ্রভারতী, সেখান থেকে টলিগঞ্জে গান শিখতে যেতেন। ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে রাত ১১টায় বাড়ি ফিরতেন। সহজ ছিল না এই সফর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে