শুটিং শুরু করার প্রায় পাঁচ বছর পর মুক্তির জন্য তৈরি 'ডেঞ্জার জোন' সিনেমা। সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্পনির্ভর এই ছবির নির্মাতা বেলাল সানি। এটি তার প্রথম ছবি। হাতে নতুন কাজ না থাকায় চলচ্চিত্র থেকে বেশ দূরেই আছেন নায়ক বাপ্পী চৌধুরী। ছবিটির মুক্তির জন্য চলতি মাসের ১০ তারিখে সেন্সরের ছাড়পত্র হাতে পেয়েছেন পরিচালক। ছবিটি মুক্তির উপলক্ষে বুধবার সন্ধ্যায় অফিশিয়াল পোস্টার প্রকাশ্যে এসেছে। এর পরপরই বাপ্পী সেটি শেয়ার দেন নিজের ফেসবুক ওয়ালে। আর এতেই নতুন করে উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাপ্পী ভক্তের মাঝে। সর্বশেষ 'শত্রম্ন' সিনেমায় দর্শক তাদের প্রিয় নায়ককে দেখে উচ্ছ্বাসে ভেসেছিলেন। কিন্তু সেই ঝলকের পর এই নায়ক প্রায় উধাও। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব একটা সরব নন। সম্প্রতি মমতাময়ী মাকে হারিয়ে অনেকটাই ইন্ডস্ট্রি থেকে দূরে আছেন এই অভিনেতা।
এবার বোধ হয় জেগে ওঠার পালা। আগামী ১৩ ডিসেম্বর বেলাল সানি পরিচালিত 'ডেঞ্জার জোন' সিনেমা দিয়ে শুরু হবে তার নতুন এই মিশন। আর এতে তার সঙ্গী হয়েছেন আবেনময়ী চিত্রনায়িকা জলি।