বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মঞ্চে আসছে 'মহাশূন্যে সাইকেল'

বিনোদন রিপোর্ট
  ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মঞ্চে আসছে 'মহাশূন্যে সাইকেল'
মঞ্চে আসছে 'মহাশূন্যে সাইকেল'

মঞ্চে আসছে নাট্যদল অনুস্বরের নতুন নাটক 'মহাশূন্যে সাইকেল'। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা একই শিরোনামের গল্প অবলম্বনে লেখা হয়েছে নাটকটি। নাট্যরূপও দিয়েছেন শাহাদুজ্জামান। নির্দেশনায় সাইফ সুমন। চলতি মাসেই ঢাকার মহিলা সমিতিতে নাটকটির

উদ্বোধনী প্রদর্শনী হবে।

শাহাদুজ্জামান বলেন, 'আমার লেখালেখির অভিযাত্রায় কখনো তাকিয়েছি বাইরের পৃথিবীর দিকে। কখনো সমাজ, সম্পর্ক, রাজনীতির মিথস্ক্রিয়া বোঝার চেষ্টা করেছি। আবার কোনো কোনো লেখায় চোখ রেখেছি অন্তরের পৃথিবীর দিকে। বাইরের পৃথিবীর আঘাতে কী করে অন্তরের পৃথিবীর পাড় ভাঙছে, গড়ছে- সেটা বোঝার চেষ্টা করেছি। মহাশূন্যে সাইকেল এ ধারার লেখা। এ গল্পে এক চরিত্র নিজেকে দুভাগ করে দেখে। একই মানুষের দুটি সত্তার ভেতর বোঝাপড়া চলে।'

নির্দেশক সাইফ সুমন বলেন, 'ভোগবাদিতা আর ব্যক্তিস্বার্থের কারণে মানুষ এখন প্রতিনিয়তই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরিবার, বন্ধু, সমাজ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হচ্ছি আমরা। কখনো কখনো মানুষের মধ্যে বাস্তবের চেয়ে কল্পনা বা অলৌকিকজগৎ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরিবারের সঙ্গে থেকেও একা অনুভব করে। সেই কথাই বলার চেষ্টা হয়েছে নাটকে।' মহাশূন্যে সাইকেল নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোহাম্মদ বারী, এস আর সম্পদ, প্রশান্ত হালদার, নুরুজ্জামান সরকার, রীমা, জীহান ইমতু, মোহাম্মদ রাকিব ও তানভীন।

১২ ডিসেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম প্রদর্শনীর পর ১৩, ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর বিকাল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিদিন নাটকটির দুটি করে প্রদর্শনী হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে