মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বাবিসাস পদক পেলেন ফরিদুল ইসলাম রুবেল

বিনোদন রিপোর্ট
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাবিসাস পদক পেলেন ফরিদুল ইসলাম রুবেল
বাবিসাস পদক পেলেন ফরিদুল ইসলাম রুবেল

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২৪-এ শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে ভূষিত হলেন ফরিদুল ইসলাম রুবেল। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে তাকে এ পুরস্কার দেয়া হয়।

এ সময় ফরিদুল ইসলাম রুবেলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম। বিশেষ অতিথি এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার। সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ফরিদুল ইসলাম রুবেল বলেন, 'সম্মাননা একজন মানুষের কাজের মূল্যায়নের সম্মানসূচক স্মারক। যা তাকে পরবর্তী সময়ে আরও ভালো কাজ করতে উৎসাহিত করে এবং কাজের প্রতি দ্বায়বদ্ধতা বৃদ্ধি করে। আমি চেষ্টা করব দর্শকদের প্রত্যাশা পূরণে অবদান রাখতে'।

এবার বাবিসাস আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। সঙ্গীতে ফেরদৌস আরা। বিশেষ সম্মাননা পান চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, রুবেল, তাসিক আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে