শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

হিসাব-নিকাশ পাল্টে দিল শাকিব খানের 'বীর'

বিনোদন রিপোর্ট
  ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
হিসাব-নিকাশ পাল্টে দিল শাকিব খানের 'বীর'
শাকিব খান

শুরুতে ছয়টি, এরপর চারটি, পরবর্তীতে দুটি। এরপর একটি ছবিও মুক্তি পাবে কি না, এ নিয়ে যখন এক ধরনের গোলকধাঁধায় পড়েছিলেন সিনেমা ব্যবসায়ীরা, ঠিত তখনই পাল্টে গেল পুরানো সব হিসাব-নিকাশ। মাত্র একটি ঘোষণাতেই ছিটকে পড়ল এবারের ভালোবাসা দিবসের সম্ভাব্য সবগুলো। শেষমেশ মাত্র একটি ছবিই মুক্তি পাচ্ছে এবারের ভালোবাসা দিবসে। ছবির নাম 'বীর'। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন হাল সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন তারকা শাকিব খান। তার বিপরীতে রয়েছেন এ সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা শবনম বুবলী। যদিও ছবিটি ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল না। কিন্তু হঠাৎ করেই বিনা কর্তনে ছাড়পত্র পাওয়ায় ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেন ছবির নির্মাতা। আর শাকিব খান মানেই হল মালিকরা হুমড়ি খেয়ে পড়েন। এরই মধ্যে প্রায় ১০০ সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হবে বলে আগাম খবর পাওয়া গেছে। এর কারণে লোকসানের ভয়ে অন্যান্য সম্ভাব্য ছবিকে পিছিয়ে দিতে বাধ্য হন নির্মাতারা। 'বীর' ছবিটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ।

এবারের ভালোবাসা দিবসে নির্মাতা রায়হান রাফী তার 'পরাণ' সিনেমার মুক্তির ঘোষণা দিয়েছিলেন অনেক আগেই। সিনেমাটি মুক্তি উপলক্ষে প্রচারণাও শুরু করেন এই নির্মাতা। প্রচারণার অংশ হিসেবে রাজধানীর পান্থপথে সিনেমাটির একটি বিলবোর্ড দেয়া হয়। ২২ ডিসেম্বর ফেসবুকে এই বিলবোর্ডের ছবি শেয়ার করেন নির্মাতা রাফী। রায়হান রাফী বলেন, 'পরাণ' সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা ভালোবাসা দিবসে আসছি।' কিন্তু ছবিটি ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে না। জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র 'জ্বীন' ভালোবাসা দিবসে মুক্তির কথা ছিল। ছবির নায়ক সজল জানিয়েছেন, আসছে ভালোবাসা দিবসের জন্য ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে। ছবির পরিচালক নাদের চৌধুরী বলেছেন তেমনই। জানিয়েছিলেন, 'সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ ফেব্রম্নয়ারি ছবিটি মুক্তি পাবে।'

'জ্বীন'-এ সজলের বিপরীতে আছেন পূজা চেরী। আরও আছেন রোশান-মুন জুটি। এই ছবিটিও মুক্তির তালিকা থেকে সড়ে গেছে। একই দিন পরিচালক শাহীন সুমনও মুক্তির ঘোষণা দিয়েছিলেন তার 'পাগলের মতো ভালোবাসি' ছবিটির। এতে অভিনয় করেছেন অধরা খান, আসিফ নূর ও সুমিত সেন। শাহীন সুমন বলেন, 'ভালোবাসা দিবসে দর্শক মিষ্টি প্রেমের গল্প রূপালি পর্দায় দেখতে পছন্দ করেন। 'পাগলের মতো ভালোবাসি' তেমনই প্রেমনির্ভর গল্প নিয়ে নির্মিত হয়েছে। ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি পাবে।' মুক্তির কথা ছিল মাহিয়া মাহির নতুন চলচ্চিত্র 'মন দেবো মন নেবো'।

রোমান্টিক প্রেমের গল্পের এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রবিন খান। পরিচালক জানান, গত বছরে চলচ্চিত্রটির ডাবিং থেকে শুরু করে সব কাজ শেষ হয়েছে।

গত বছরটা চলচ্চিত্রের জন্য ভালো সময় মনে হয়নি, তাই মুক্তি দেইনি। রোমান্টিক গল্পের চলচ্চিত্র বলেই এটি ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি।' সব ছবিকে পেছনে ফেলে ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহ দখল করে নিচ্ছে 'বীর'। শাকিব খানের এই ছবিটি ঘিরে নির্ভর করছে চলতি বছরের চলচ্চিত্রের ভবিষ্যৎ। প্রতিবছর শাকিব খানের একাধিক ছবি মুক্তি পেলেও ভালোবাসা দিবসে থাকেন না তার ছবি। বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে এই শীর্ষ নায়কের ছবি। ছবিটি নিয়ে যেমন দারুণ সম্ভাবনা রয়েছে আবার ভয়ও কম নয়। কারণ, সিনেমা হলে শাকিব খানের ছবি দর্শক টানতে সমর্থ হলেও গত বছরে একমাত্র 'পাসওয়ার্ড' ছাড়া তার অন্য ছবিগুলো ব্যর্থ হয়েছে। তাই এবার 'বীর' ছবিটি হবে শাকিব খানের জন্য বড় চ্যালেঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে