বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

অমিত সাহারও ফাঁসি চান আবরারের মা

ম যাযাদি ডেস্ক
  ০৯ ডিসেম্বর ২০২১, ০০:০০
অমিত সাহারও ফাঁসি চান আবরারের মা

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে তার পরিবার। তবে যাবজ্জীবনপ্রাপ্ত অমিত সাহার ফাঁসি চান আবরারের মা।

কুষ্টিয়ায় পিটিআই রোডের বাসায় রায় ঘোষণার পর আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, '২০ জনের ফাঁসির রায় হয়েছে, আমি এতে সন্তুষ্ট। তবে অমিত সাহা যে সবসময় নির্দেশ দিয়েছে আরও পিটাও। তার কেন ফাঁসি হলো না? রায় যেন দ্রম্নত কার্যকর হয়। যেদিন কার্যকর হবে সেদিনই মনে করব, আমার ছেলের বিচার হলো। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অমিত সাহারও ফাঁসি চাই।'

তিনি আরও বলেন, 'আবরার আমাকে ছাড়া কিছুই বুঝত না। আমার সেই ছেলেকে ওরা কীভাবে পিটিয়ে মারল? ওরা এত ব্যথা দিয়ে কষ্ট দিয়ে মারল ছেলেটাকে! বেটার মৃতু্যর পর আমি শুধু আলস্নাহর কাছে বলেছি, তুমি এ হত্যার বিচার কর।'

কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া আবরারের ভাই আবরার ফায়াজ বলেন, 'অমিত সাহা ফোনে বলেছিল আরও দুই ঘণ্টা পেটানো যাবে। সে উপস্থিত না থাকলেও নির্দেশদাতা ছিল। তারও ফাঁসি হবে, আমরা এমনটি চেয়েছিলাম।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে