কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন নুরুল আলম (৪৮) ও তার ছেলে আনোয়ার কামালের (১২) মৃতু্য হয়েছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান।
কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক তাদের মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে জানান, ১২ মে কুতুপালং ক্যাম্প-১ ডি/৪ বস্নকে নুরুল আলমের ঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। তার স্ত্রী চুলায় রান্না বসাতে গেলে চুলার পাইপে আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘরে ও আশপাশে থাকা ছয়জন দগ্ধ হন। তাদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পর মঙ্গলবার বাবা-ছেলের মৃতু্য হয় বলে জানিয়েছেন ক্যাম্প ইনচার্জ মাহফুজুর রহমান।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd