রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নাম হবে 'তেজ'

যাযাদি ডেস্ক
  ০৮ জুলাই ২০২৩, ০০:০০
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নাম হবে 'তেজ'

চলতি মাসে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে ভারতীয় উপকূলবর্তী অঞ্চলে। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে 'তেজ'। এটি ভারতের দেওয়া নাম।

ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমভি) তথ্যে সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাত হতে পারে অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে।

তথ্য অনুযায়ী, ঘূর্ণাবর্তটি ক্রমেই শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। অন্ধ্র প্রদেশের দক্ষিণের জেলাগুলোতে এর প্রভাব পড়বে। এ জেলাগুলোতে আগামী পাঁচ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

কেবল অন্ধ্র প্রদেশই নয় এ ঘূর্ণাবর্তের প্রভাবে ওড়িশার উপকূলীয় এলাকাগুলোতেও বেশ কয়েকদিন টানা বৃষ্টি হবে। ওড়িশার দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টি হলেও অন্য জেলাগুলোতে বৃষ্টি হবে সামান্য।

ইতোমধ্যে এ ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়ে উঠেছে। আজ শনিবার এর প্রভাবে ওড়িশা এবং অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হয়েছে প্রতিবেদনে।

এদিকে বাংলাদেশে সঞ্চলনশীল মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সারা দেশে বৃষ্টিও কিছুটা বেড়েছে। ঢাকার আকাশ আজ কখনো মেঘাচ্ছন্ন কখনো রৌদ্রজ্জ্বল ছিল। আকাশে সঞ্চলনশীল মেঘের আনাগোনা ছিল সারাদিনই। দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে