সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের পাকিস্তান সফরে নিয়ে আশার আলো

যাযাদি ডেস্ক
  ১১ মে ২০২৫, ১৪:৫৪
আপডেট  : ১১ মে ২০২৫, ১৪:৫৭
বাংলাদেশের পাকিস্তান সফরে নিয়ে আশার আলো
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফরের সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে বিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সক্রিয় এবং চলমান আলোচনা চালিয়ে যাচ্ছে।

পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বিসিবি দল পাঠাবে কিনা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

পরিস্থিতি বিসিবি নজরদারিতে রেখেছে। বিসিবিকে সহায়তা করছে ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনও।

খেলোয়াড় এবং সাপোর্টিং স্টাফদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি এবং পরিবেশ খেলার উপযোগী হলেই বিসিবি দল পাঠাবে।

শনিবার মিরপুর হোম অব ক্রিকেটে পরিচালকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সভায় বোর্ড পরিচালকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নেওয়ার কথা বলেছেন।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজাহতে দুই টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আগামী ২১ মে পাকিস্তানে যাওয়ার সূচি রয়েছে। লাহোর ও ফয়সালাবাদে বাংলাদেশ ও পাকিস্তানের পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা।

কিন্তু কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার জেরে নতুন করে যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান। দুই দেশের সম্মতিতে এখন যুদ্ধ বিরতি চলছে।

নিরাপত্তা ব্যবস্থা উদ্বেগজনক অবস্থায় থাকায় বিসিবি দল পাঠানো নিয়ে আলোচনা করেছে। এরই মধ্যে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া রিশাদ হোসেন ও নাহিদ রানাকে দেশে ফেরত এনেছে বিসিবি।

পাকিস্তানে দল পাঠানো নিয়ে ধোঁয়াশায় থাকলেও সংযুক্ত আরব আমিরাতে দুই টি-টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ। সিরিজটি আগামী সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে। ১৭ ও ১৯ মে শারজাহতে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে বলেছেন, ‘‘বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তানের নিরাপত্তা সম্পর্কে আমরা সবাই অবগত আছি। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে