বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির দাবি ছিল দ্রুত হাসিনার বিচার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু ৯ মাসেও শেখ হাসিনার বিচার প্রক্রিয়া দৃশ্যমান হয়নি।
রোববার (১১ মে) লক্ষ্মীপুরে অনুষ্ঠিত এক সভায় তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করে এ সরকার প্রতিষ্ঠা করেছি, আলোচনা করে ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতাম।
তা না করে যমুনায় শাহবাগে আন্দোলনের নামে জনদুর্ভোগ করার কোনো মানে হয় না।
এ্যানি বলেন, বিএনপি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকারকে নিসিদ্ধ করতে চেয়েছে। সরকারও সেই প্রক্রিয়াতে এগোচ্ছে।
সভা শেষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর বিএনপির তৃণমূলের সরাসরি ভোটে নেতা নির্বাচন প্রক্রিয়া পরিদর্শন করেন। এ ছাড়াও সদর উপজেলার মান্দারী, হাজিপাড়া, উত্তর জয়পুর ইউনিয়নে ওয়াড পর্যায়ে নেতা নির্বাচনের জন্য ভোটের কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনে কাউন্সিলরের সরাসরি ভোট প্রক্রিয়ার রিটানিং কর্মকর্তা হাফিজুর রহমান, সহকারী রিটানিং কর্মকর্তা আহমেদ ফেরদৌস মানিক, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক বেলাল হোসেন সিনিয়র যুগ্ন-আহবায়ক গোলাম সারোয়ার, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু।
যাযাদি/এল