বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

কবির বিন আনোয়ার আওয়ামী লীগে যোগ দিলেন

যাযাদি রিপোর্ট
  ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০
কবির বিন আনোয়ার আওয়ামী লীগে যোগ দিলেন

আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। বুধবার সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কবির বিন আনোয়ারকে দলের প্রাথমিক সদস্য পদের ফরম তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং তা নিশ্চিত করেছে। কবির বিন আনোয়ার দীর্ঘদিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল থেকে এসএসসি ও এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স ও এলএলবি সম্পন্ন করেন কবির বিন আনোয়ার।

ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। সপ্তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ এবং ১৯৮৮ সালে ম্যাজিস্ট্রেট হিসেবে বিসিএস সিভিল সার্ভিসের প্রশাসনে যোগদান করেন। দীর্ঘ ৩৫ বছরের চাকরিজীবনে মাঠপর্যায়ে ১৪ বছর, পররাষ্ট্র মন্ত্রণালয়, হেগ মিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিব পর্যায়ে কাজ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে