শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কূটনৈতিক-অর্থনৈতিকসহ সরকারের সামনে তিন চ্যালেঞ্জ :কাদের

যাযাদি রিপোর্ট
  ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
কূটনৈতিক-অর্থনৈতিকসহ সরকারের সামনে তিন চ্যালেঞ্জ :কাদের

আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে তিনটি চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার মতে, 'রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক- এই তিন চ্যালেঞ্জ সরকারকে আগামীতে মোকাবিলা করতে হবে।'

শুক্রবার সকালে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের হ পৃষ্ঠা ২ কলাম ২

জবাবে তিনি এসব চ্যালেঞ্জের কথা বলেন। এ সময় তিনি এসব খাত নিয়ে বিশ্বসংকটের বাস্তবতা থেকে বাংলাদেশকে মুক্ত করা 'সহজ কাজ নয়' বলেও মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, 'আমাদের একটা বিশ্বাস আছে, আজকে যে এই সংকট অতিক্রম করে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি, এটা জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের জন্য সম্ভব হয়েছে। তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী হিসেবে যে দক্ষতা, দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং সংকটে রূপান্তরের রূপকের ভূমিকা পালন করেছেন, সে কারণেই মূলত আমরা সাহস রাখি, আশা রাখি। তিনি আমাদের আশার বাতিঘর, তিনি আমাদের স্বপ্নের সাহসী ঠিকানা।'

'স্মার্ট বাংলাদেশ' গড়ে তোলা সরকারের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। চলার পথ কখনো পুষ্প বিছানো ছিল না, আমাদের চলার পথ জন্ম থেকে এ পর্যন্ত কণ্টকাকীর্ণই ছিল। কাজেই এই পথ আমরা অতিক্রম করি, বঙ্গবন্ধুর নেতৃত্ব আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।'

নতুন সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে কাদের বলেন, 'আমরা মন্ত্রিপরিষদ নিয়ে বৈঠক করব। বিশেষ করে আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই ইশতেহার বাস্তবায়নই আমাদের মূল টার্গেট।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে