বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

নতুন সরকারের সঙ্গে নতুনভাবে কাজ শুরু করেছে চীন: রাষ্ট্রদূত

যাযাদি রিপোর্ট
  ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
নতুন সরকারের সঙ্গে নতুনভাবে কাজ শুরু করেছে চীন: রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ চীনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান অর্থমন্ত্রী আমাদের পুরনো বন্ধু। তিনি আগে যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনো তিনি আমাদের সম্পর্ক এগিয়ে নিয়েছিলেন।

রোববার দুপুরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। রাজধানীর আগারগাঁওয়ে অর্থমন্ত্রীর দপ্তরে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পরস্পরকে ফুল দিয়ে

শুভেচ্ছা জানান।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে নতুনভাবে আমাদের কাজ শুরু হয়েছে। এজন্য আজ অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে নতুন অর্থমন্ত্রী জোরালো ভূমিকা রাখবেন। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হওয়ার কারণে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে সামনের দিনে।

এ সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, আমি চীনে অনেকবার গিয়েছি। দেখা যাক কী করা যায়। উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোতে চীনের প্রতিশ্রম্নতি রয়েছে। চীনের অর্থায়ন ছাড় আগের চেয়ে সহজ হবে বলে আমি আশা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে