মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ঢাকা বোর্ড থেকে এইচএসসিতে বৃত্তি পেল ৩৩০১ জন

যাযাদি ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
ঢাকা বোর্ড থেকে এইচএসসিতে বৃত্তি পেল ৩৩০১ জন

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৩ হাজার ৩০১ জনকে বৃত্তি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এর মধ্যে মেধা বৃত্তি পেয়েছেন ৪৫৬ জন; আর ২ হাজার ৮৪৫ জন পেয়েছেন সাধারণ বৃত্তি।

রোববার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞান বিভাগ থেকে ২২৮ জন এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১৪ জন করে মেধাবৃত্তি পেয়েছেন।

এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে ৭১২ জন ছাত্র ও ৭১১ জন ছাত্রী, মানবিক বিভাগ থেকে ৩৫৫ জন ছাত্র ও ৩৫৬ জন ছাত্রী এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৫৫ জন ছাত্র ও ৩৫৬ জন ছাত্রী সাধারণ বৃত্তি পেয়েছেন।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা পাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে। সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে কোনো মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে