সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সঙ্কেত

সারাদেশে বৃষ্টির আভাস বাড়বে তাপমাত্রা

যাযাদি ডেস্ক
  ২২ মার্চ ২০২৪, ০০:০০

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশে মেঘের আনাগোনা ছিল। বিকাল ৪টার পর কিছু সময়ের জন্য রোদের দেখা মিললেও ফের মেঘে ঢেকে যায় আকাশ। আবহাওয়া বিভাগ জানায়, সন্ধ্যা ৬টার পরপরই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরপর কোথাও হালকা, কোথাও ভারী বৃষ্টিপাত হয়। রাত ৮টায় এ রিপোর্ট লেখার সময়ও বৃষ্টিপাত অব্যাহত ছিল। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে জানিয়ে সংস্থাটি বলছে, পাশাপাশি বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগই বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা কম ছিল চট্টগ্রাম বিভাগে। বৃষ্টি বেশি ছিল রংপুর বিভাগে। এ সময়ে সবচেয়ে বেশি ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, 'শুক্রবার চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি

সেলসিয়াস বাড়তে পারে।'

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম, পটুয়াখালী, নোয়াখালী, কুমিলস্না এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে