রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
চাকরিতে বয়স ৩৫

শাহবাগে পুলিশি বাধায় অবরোধ পন্ড, আটক ১৩

যাযাদি রিপোর্ট
  ১২ মে ২০২৪, ০০:০০
শাহবাগে পুলিশি বাধায় অবরোধ পন্ড, আটক ১৩

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে পূর্বঘোষিত সমাবেশ শেষে গণভবন অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা। এতে চারপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় আধাঘণ্টার অবরোধের পর পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয় তারা। শনিবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। পরে সাড়ে ৪টায় যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় অবরোধস্থল থেকে ১৩ জন আটক করা হয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হারুন বলেন, 'আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধাদের পুলিশ আটক করেছে। এ ছাড়া বেশ কয়েকজনকে পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানিয়ে অবিলম্বে সহযোদ্ধাদের মুক্তি চাই। সেই সঙ্গে আমাদের দাবি আদায়ে এখনো অনড় অবস্থানে রয়েছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।'

1

আটকরা হলেন- সরকারি বাংলা কলেজের নূর মোহাম্মদ নূর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হুমায়ুন কবির, শহীদ সোহরাওয়ার্দী কলেজের মানিক দাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. রাসেল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শেখ ফরিদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজম মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল হাকিম, ঢাকা কলেজের মামুনুর রশিদ ও সাদ্দাম হোসেন, নরসিংদী সরকারি কলেজের রিমা আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৃষ্টি, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আল আমিন এবং সুলতানা সিদ্দিকী।

এদিকে পুলিশের রমনা জোনের এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম বলেন, 'একদল লোক সকাল থেকে রাজু ভাস্কর্যের অবস্থান করেছিল। এক পর্যায়ে তারা শাহবাগের দিকে আসে। তারা যেন শাহবাগে কোনো যানবাহন চলাচলের কোনো বিঘ্ন না ঘটাতে পারে সেজন্য আমরা জাদুঘরের সামনে ব্যারিকেড দিয়ে রাখি। আমরা তাদের বলে তারা যেন শাহবাগে এ ধরনের কোনো বিঘ্ন পরিবেশ সৃষ্টি না করে, কিন্তু নিষেধ করার পরও তারা গাড়িয়ে থামিয়ে বিঘ্ন পরিবেশের সৃষ্টি করে।'

এর আগে দুপুরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে পদযাত্রাটি জাতীয় জাদুঘরের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান আন্দোলনকারীরা। বাকবিতন্ডার এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশে ব্যারিকেড সরিয়ে এগিয়ে যান এবং বিচ্ছিন্নভাবে শাহবাগে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা সরে পড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে