গোপালগঞ্জের মুকসুদপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) বিকেলে মুকসুদপুর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে, কলেজ মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ আবু সাঈদ বিন আক্কাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব হাঃ মাওঃ ফরহাদ হোসেন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাহাদী হাসান, সহ সভাপতি শফিকুল ইসলাম সবুজ, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাঃ কুতুবউদ্দিন।
সম্মেলনের প্রধান বক্তা মুকসুদপুর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি দূর্ণীতিতে পাঁচ বারের চ্যাম্পিয়ান, এদেশের মানুষ বিএনপিকে দেখেছে, ফ্যাসিস্ট হাসিনাকে দেখেছে, এবার সকল ইসলামি দল একজোট হয়ে নির্বাচন করবে এবং সরকার গঠন করবে ইনশাআল্লাহ।