রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ষাটের দশকের কবি হোসেনে আরা হোসেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি সাংবাদিক সুমন মাহমুদের মা।
পরিবারের সদস্যরা জানান, গত কয়েক বছর ধরে নিউরো, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। সর্বশেষ গত ১৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি স্বামী এবিএম মকবুল হোসেন, দুই ছেলে সুমন মাহমুদ ও আরিফ হোসেন টিপু এবং এক মেয়ে ফরিদা কানিজকে রেখে গেছেন।
কুমিলস্নার নাঙ্গলকোর্টের সম্ভ্রান্ত মিয়া বাড়িতে ১৯৫০ সালের ১৫ আগস্ট জন্ম হোসনে আরার। তার বাবা আহমদ উলস্নাহ এবং মা দেলোয়ারা আফরোজ চৌধুরীর মেঝ মেয়ে ছিলেন তিনি। বাবা আহমদ উলস্নাহ কুমিলস্নার বিখ্যাত আইনজীবী ছিলেন।
ষাটের দশকে নানা প্রতিকূলতার মধ্যেও দেশ-সমাজ-প্রকৃতি নিয়ে কবিতা ও ছোট গল্প রচনা করে পরিবারের মধ্যে আলোচিতও হন হোসেনে আরা। নিজের বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত কুমিলস্না আহমদ উলস্নাহ-দেলোয়ারা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান উদ্যোক্তা ছিলেন তিনি। সমাজ পরিবর্তনের বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে সম্পৃক্ততা ছিলেন কবি।