রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

অসহায় মনোয়ারার পাশে দাঁড়ান

যাযাদি রিপোর্ট
  ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
অসহায় মনোয়ারার পাশে দাঁড়ান
অসহায় মনোয়ারার পাশে দাঁড়ান

পঞ্চাশোর্ধ মনোয়ারা বেগমের এক সময় সবই ছিল। সংসারে সুখ ছিল। স্বামী ছিল। যদিও কোনো দিন মা হতে পারেননি। জীবনের পড়ন্ত বেলায় স্বামীও তাকে ফেলে নিরুদ্দেশ হয়ে গেছেন। এখন রীতিমতো অসহায়। দু'বেলা খাবারও ঠিকমত জোটে না। তার সঙ্গে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ বালাই। তাই তিনি নিরুপায় হয়ে সমাজের মানুষের কাছে সহায়তা কামনা করেছেন।

জীবন বাঁচাতে নিরুপায় হয়ে তিনি বর্তমানে গৃহকর্মীর কাজ করছেন। কিন্তু শরীর আর চলে না। বয়স বাড়ার সঙ্গে শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস, হাই-প্রেসার, থাইরক্স, বাতের ব্যথাসহ নানা রোগবালাই। চিকিৎসকদের পরামর্শ মোতাবেক নিয়মিত তাকে ওষুধ সেবন করতে হয়। প্রতি মাসে প্রায় ৪ হাজার টাকা লাগে ওষুধ কিনতে। অসুস্থ শরীর নিয়ে গৃহকর্মীর কাজ করে তার পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। তাই তিনি সমাজের বিত্তবানদের কাছে বেঁচে থাকতে সাহায্যের আকুতি জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা ০১৮৬৬-১৬৯১৪৪ (বিকাশ ও নগদ)। যোগাযোগ করতে পারেন ০১৭১৯-৬৪০৫২১ (জাহিদ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে