রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা

যাযাদি ডেস্ক
  ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা
শেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মো. মাহফুজ আলম

অন্তর্র্বর্তী সরকার গঠনের তিন মাসের মাথায় ড. মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের আকার আরেক দফায় বাড়ানো হয়েছে। নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন তিনজন।

তারা হলেন- ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শপথের আগে দরবার হলে প্রবেশ করে সামনের সারিতে বসেছিলেন শেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী এবং মো. মাহফুজ আলম। নতুন তিনজনকে নিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্র্বর্তী সরকারের পরিষদের সদস্য সংখ্যা হলো ২৪ জন।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গণ-আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রম্নতি নিয়ে ৮ আগস্ট গঠিত হয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বর্তী সরকার। তিন মাসের মাথায় উপদেষ্টা পরিষদের আকার এ নিয়ে দ্বিতীয় দফায় বাড়ল।

প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন এবং পরে সম্প্রসারণ করে আরও চারজন উপদেষ্টা পরিষদে যুক্ত হন। নতুন তিনজনকে নিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্র্বর্তী সরকারে উপদেষ্টার সংখ্যা হলো ২৪ জন।

এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি

মো. সাহাবুদ্দিনের সঙ্গে দরবার হলে আসেন অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কোরআন তেলাওয়াতের পর তিন উপদেষ্টাকে প্রথমে উপদেষ্টা পদের শপথ এবং পরে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

পরে উপদেষ্টা পদ এবং গোপনীয়তার শপথে সই করেন নতুন তিন উপদেষ্টা। এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় ১০ মিনিটের শপথ অনুষ্ঠান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

দপ্তর বণ্টন ও পুনবণ্টন : এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া নতুন তিনজনের মধ্যে দুজনকে দপ্তর বণ্টন এবং বর্তমান উপদেষ্টাদের মধ্যে সাতজনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। তবে শপথ নেওয়া নতুন উপদেষ্টা মাহফুজ আলমের বিষয়ে কোনো মন্ত্রণালয় বা বিভাগের কথা উলেস্নখ করা হয়নি।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

নতুন উপদেষ্টাদের মধ্যে শেখ বশিরউদ্দীনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর সালেহ উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়; ড. আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; হাসান আরিফ ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; আলী ইমাম মজুমদার খাদ্য মন্ত্রণালয়; আসিফ মাহমুদ সজীব ভূইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন।

নতুন করে তিনজন শপথ নেওয়ায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হলো ২৪ জন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্র্ব‌তী সরকার গঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে