বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঢাকার বাতাসে ভয়ানক দূষণ, ফের বিশ্বে শীর্ষে

যাযাদি ডেস্ক
  ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ঢাকার বাতাসে ভয়ানক দূষণ, ফের বিশ্বে শীর্ষে

ঢাকার বায়ুর মানের কোনো উন্নতি হচ্ছে না। গত বৃহস্পতিবার ঢাকার বাতাস চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি দূষিত ছিল। ঢাকার বাতাস সেদিন ছিল দুর্যোগপূর্ণ। সোমবার সকালে ঢাকার বায়ু আবার সেই দুর্যোগপূর্ণ অবস্থায় পৌঁছে গেছে।। এদিন সকাল সাড়ে ৮টায় বিশ্বের ১২৬টি দূষিত শহরের মধ্যে শীর্ষে ছিল ঢাকা। এ সময় ঢাকার স্কোর ছিল ৩০৫। বায়ুর মান ৩০০ পার হলেই তাকে দুর্যোগপূর্ণ বলা হয়। সোমবার বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে ছিল মিসরের কায়রো, স্কোর ২১১।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, 'টানা পাঁচ ঘণ্টা ধরে ঢাকার বায়ুর মান ৩০০-এর বেশি আছে। কোনো এলাকায় টানা তিনদিন তিন ঘণ্টা ধরে একটানা বায়ুর মান ৩০০-এর বেশি থাকলে সেই এলাকায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করা উচিত। ঢাকায় এখন যে অবস্থা, তাতে অবশ্যই জনসাধারণকে অন্তত জরুরি বার্তা দেওয়া উচিত দূষণ পরিস্থিতি সম্পর্কে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয় কিংবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিন্দুমাত্র কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।'

ঢাকার বায়ুর সোমবার যে মান, যে কোনো

মানুষের জন্যই ক্ষতিকর। এদিন ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি ছিল, এর মধ্যে আছে ইস্টার্ন হাউজিং (৫২১), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (৪৭৩) এবং ঢাকার মার্কিন দূতাবাস (৪২৯)।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। সোমবার ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডবিস্নউএইচও) মানমাত্রার চেয়ে ৪৫ শতাংশ বেশি।

বায়ুদূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে