পাবনার ভাঙ্গুড়ায় মেয়ের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রেললাইন ধার থেকে সজনে পাড়তে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যুবরণ করে বড়ালব্রীজ রেললাইন পাড়ার গৃহবধূ রুপা খাতুন(৪৫)।
ঘটনার সূত্রে প্রত্যক্ষদর্শিরা জানান, বৃহস্পতিবার (১মে)সকাল প্রায় সাড়ে আটটার দিকে,ভাঙ্গুড়া পৌরসদরে ঈশ্বরদী-ঢাকা রেলপথের বড়াল ব্রিজ স্টেশনের পূর্বদিকে রেললাইন পাড়ার মিজানুর রহমানের স্ত্রী রুপা খাতুন রেললাইন ধারে লাগানো গাছ থেকে সজনে পাড়তে ছিলেন।সকাল সাড়ে ৮ টার দিকে রাজশাহী- ঢাকা গামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত রুপা খাতুনের স্বজনেরা জানান, সে সজনে নিয়ে শুক্রবার তার মেয়ের জামাই বাড়িতে যাবার ছিল।