বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চকরিয়ায় টিসিবি’র নিত্যপণ্য বিতরণে চাল কম দেওয়ার অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০১ মে ২০২৫, ১৭:২৯
চকরিয়ায় টিসিবি’র নিত্যপণ্য বিতরণে চাল কম দেওয়ার অভিযোগ
ছবি: যায়যায়দিন

কক্সবাজারের চকরিয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলদেশ (টিসিবি) ডিলারের বিরুদ্ধে সুবিধাভোগীদের ৫ কেজি করে চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় সুবিধাভোগীদের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে টিসিবির পন্য বিতরণে এ ঘটনা ঘটে।

মেসার্স জোবায়ের স্টোর নামে টিসিবির ডিলারের মালিক সাজ্জাদ হোসেন কৈয়ারবিল ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝে ১০ কেজির পরিবর্তে ৫ কেজি চাউল কম দেন।

জানা যায়, চকরিয়া উপজেলার নায্যমুল্যে নিত্যপণ্য সামগ্রী বিক্রির জন্য টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হয় জোবায়ের স্টোর নামে একটি প্রতিষ্টানকে।

গত বুধবার কৈয়ারবিল ইউনিয়নের ৬৭৩ জন সুবিধাভোগীদের মাঝে এই প্রতিষ্টান নিত্যপণ্য বিক্রি করে। কিন্তু প্রতিজনকে ১০ কেজির স্থলে ৫ কেজি চাউল বিতরণ করেন। সরকারী প্রজ্ঞাপনে ১০ কেজি করে প্রদানের কথা রয়েছে। এ হিসেবে উক্ত ডিলার ৩ হাজার ৩৬৫ কেজি চাউল কম বিতরণ করেন।

এ দিকে সরকারী আদেশ না মেনে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সুবিধাভোগীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সুবিধাভোগী কৈয়ারবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছোটভেওলা নোয়া পাড়ার বাসিন্দা মোজাম্মেল হক বলেন, ১০ কেজির স্থলে ৫ কেজি করে চাউল পেয়েছি। এর সাথে ২ লিটার তেল, মসুর ডাল ২ কেজি, ১ কেজি চিনি প্রদান করা হয়েছে। যার সর্বমোট মূল্য ছিল ৫৪০ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে জোবায়ের স্টোর এর মালিক সাজ্জাদ হোসেন বলেন, একটি প্রজ্ঞাপনে ১০ কেজি চাউল বিতরণের কথা থাকলেও পরবর্তীতে অপর একটি অফিস আদেশে ৫ কেজি চাউল বিতরণের নির্দেশনা প্রদান করা হয়। সে হিসেবে আমি ৫ কেজি চাউল বিতরণ করেছি। তবে তিনি সরকারী আদেশের চিঠি দেখাতে অপারগ হন।

কৈয়ারবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য এনামুল হক বলেন, ৫ কেজি চাউল প্রদানের বিষয়টি উপকারভোগীদের কাছ থেকে শুনেছি। এ বিষয়ে ডিলারের কাছ থেকে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে মোবাইলের সংযোগ কেটে দেন।

৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আকতার আহমদ বলেন, ৫৪০ টাকা মুল্য নিয়ে ৫ কেজি চাউল কম দেওয়ার কথা শুনেছি।

টিসিবি’র চট্টগ্রামের যুগ্ন পরিচালক মো. শফিকুল ইসলাম সুমন বলেন, ৫ কেজি করে চাউল দেওয়ার জন্য ডিলারদের বলা হয়েছে। এভাবে কম দেওয়ার নিয়ম রয়েছে। হেড অফিস থেকে বলে দেওয়া আছে। এমনকি কোনকোন জায়গায় চাউল ছাড়াই নিত্যপণ্য সরবরাহ করা হচ্ছে। তবে মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার কথা ছিল, নির্ধারিত সময়ে অনুমোদন না পাওয়ায় এ ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ৫ কেজি চাল কম দেওয়ার বিষয়টি শুনেছি। তাৎক্ষণিক বিষয়টি নিয়ে টিসিবির উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়। তারা জানান, মন্ত্রনালয় থেকে অনুমোদন না পাওয়ায় ১০ কেজির স্থলে ৫ কেজি করে চাল প্রদান করা হয়েছে। এছাড়া চালের সাথে মুল্য সমন্বয় করে তা প্রদান করার জন্য ডিলারদের নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রনালয় থেকে অনুমোদন পেলে পরবর্তীতে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে