বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর আড়াইটার দিকে নগরের আগ্রাবাদে সাউথ ল্যান্ড সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি যায়যায়দিনকে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ।
ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, 'আগ্রাবাদে জনগণের সহায়তায় যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ১৫ নভেম্বরে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন দমনে আক্রমণকারীদের অর্থের জোগানদাতা ছিলেন। আজ তাকে আদালতে পাঠানো হবে।'